scorecardresearch
 
Advertisement
ভাইরাল

PHOTOS: পাইলটকে আক্রমণ, তছনছ কেবিন! বিড়াল হানায় জরুরি অবতরণ বিমানের

Cat attacked pilot
  • 1/6

'কতই রঙ্গ দেখি দুনিয়ায়' এ কথা বোধহয় এই ঘটনার সঙ্গে খাপ খেয়ে যেতে পারে! মাঝ আকাশে লুকিয়ে বিমান হানা বিড়ালের? এমনটাও হয়! এ কোনও হাইজ্যাক নয়, একেবারে আক্রমণ। তাও আবার পাইলটকে। 

Cat attacked pilot
  • 2/6

ঘটনাটি ঘটেছে সুদানে। সেখানকার এক স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে খারটোউমের থেকে দোহার উদ্দেশে যাত্রা করা এক বিমানে এই ঘটনাটি ঘটে। উড়ানের পর আধঘন্টার মধ্যেই এই বিপর্যয়।

Cat attacked pilot
  • 3/6

ঘটনার প্রাবল্য ছিল এতটাই যে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। তদন্তে দেখা যায় আগে থেকেই বিমানের মধ্যে লুকিয়ে ছিল বিড়ালটি। প্লেনটি উড়তেই শুরু করে তান্ডবলীলা। প্রথমে ভাবা হয়েছিল এটি কোনও যাত্রীর পোষ্য।

Advertisement
Cat attacked pilot
  • 4/6

বিড়ালটি স্বভাবে আক্রমণাত্মক ছিল। লোকজন দেখে ঘাবড়ে গিয়ে পাইলটকেই আক্রমণ করে বসে। অনেকবার ধরার চেষ্টা করলেও তা বিফলে যায়। অবশেষে জরুরি অবতরণ করাতে হয় বিমানের। 

Cat attacked pilot
  • 5/6

এক মাস আগে ইজরায়েলে এমন একটি ঘটনা ঘটেছিল। ককপিটে ঢুকে তছনছ করে একটি বিড়াল। ক্ষতিগ্রস্ত হয় একাধিক অংশ।

Cat attacked pilot
  • 6/6

২০০৪ সালে ব্রুসেলেও বিমানে বিড়াল হানা হয়। অনেক ক্ষেত্রে বিড়াল কুকুরের মতো পোষ্যকে নিয়ে বিমানে ওঠার অনুমতি দেওয়া হয় না।তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা থাকে বিমানের মধ্যে। সুরক্ষার কথা ভেবেই অনেক সংস্থা এই ব্যবস্থা রেখে থাকে।

Advertisement