কারও ধনসম্পদের চাহিদা, কারও বা সৌন্দর্যের প্রতি প্রবল আকর্ষণ। তার জন্য মানুষ কত কী যে করে তার হিসেব নেই। যেমন চিনের ১৬ বছরের তরুণী ঝোউ চুন। এই বয়সেই শরীরের আদল বদলাতে ১০০ বার প্লাস্টিক সার্জারি করে ফেলেছেন! আশ্চর্যের বিষয় তিনি এখনও নিজের মুখ নিয়ে সন্তুষ্ট নন। খুব শীঘ্রই পরের অস্ত্রোপচারের জন্য তৈরি হচ্ছেন।
ঝোউ-এর ধারণা, সুন্দর হলে জীবনটা অন্যরকম হবে। রূপে ভোলাতে পারলে খুব সহজেই জীবনে উন্নতি হবে। তাই বারবি ডলের মতো মুখের আদল গড়তে গিয়ে এই বিপত্তি। প্লাস্টিক সার্জারির পিছনে এখনও পর্যন্ত ৪ কোটি ৫১ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন। যার বেশির ভাগটাই এসেছে বড় ব্যবসায়ী বাবা-মায়ের ব্যাঙ্ক থেকে।
১০০তম অস্ত্রোপচারের পর সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি এ খবর জানান। যা নিয়ে সোশালে প্রবল চর্চা হয়। তিনি জানান, তাঁর ছোট চোখ এবং বড় নাক নিয়ে স্কুলে নিরন্তর হাসির পাত্র করা হত।
এখানেই শেষ নয়, পোস্টে ঝোউ আরও লেখেন, 'কুৎসিত' হওয়ার কারণে তাঁকে স্কুলে ক্লাসঘর পরিস্কার করার মতো কঠিন কাজ দেওয়া হত। যেখানে সুন্দরী মেয়েদের অপেক্ষাকৃত অনেক সহজ কাজ মিলত। এর পরই তিনি সিদ্ধান্ত নেন, প্লাস্টিক সার্জারির মাধ্যমে মুখের আদল পাল্টে ফেলবেন।