scorecardresearch
 
Advertisement
ভাইরাল

PHOTOS: ইনি ভারতের 'স্টিফেন হকিং'! মগজ ছাড়া গোটা শরীরই বিকল, দ্বাদশেই গার্গী পুরস্কার

শুনলে মনে হবে কল্পনা
  • 1/5

এ আসলে হার মা-মানা হার। আর নিজের ওপর ভরসার কথা। শারীরিক ভাবে অশক্ত হলে ইচ্ছাশক্তির জোরে তিনি এগিয়ে চলেছে। তিনি অনুরাধা। রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা।

দ্বাদশেই বাজিমাত
  • 2/5

ইচ্ছা থাকলে কেউ আটকাতে পারে না। সেটাই দেখিয়ে দিল দ্বাদশ শ্রেণীর ওই পড়ুয়া। (হনুমানগড় থেকে কপিল শর্মার রিপোর্ট)

রাজস্থানের মেয়ে সকলের কাছে উদাহরণ
  • 3/5

রাজস্থানের হনুমানগড়ের সঙ্গরিয়ার নাথবানা গ্রামের মেয়ে আজ দেশের কাছে উদাহরণ।

Advertisement
দারুণ ফলাফল
  • 4/5

শরীর অশক্ত। তাতে কী! দ্বাদশে ৮৫ শতাংশ নম্বর পাওয়া থেকে কে আটকাবে?

সম্বর্ধনা
  • 5/5

বোর্ডের পরীক্ষার ফল প্রকাশের পর সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সে পুরস্কার নিতে যাওয়ার সময় সবাই যেন চমকে উঠেছিল। তাকে প্রায় কোলে করে নিয়ে যেতে হয়েছিল মঞ্চে।

Advertisement