Advertisement
ভাইরাল

লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেছে স্বামী! উত্তম-মধ্যম দিলেন প্রথম স্ত্রী

  • 1/5

মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদে স্বামী বেদম ধোলাই দিলেন স্ত্রী। স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। সেই সময়ে থানায় ছিলেন তারা। তখনই তিনি জানতে পারেন স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। এরপরে থানাতেই স্বামীকে বেদম মার মারতে থাকেন তিনি। পরিস্থিতি সামাল দিতে কালঘাম ছুটে যায় পুলিশের। উপস্থিত কয়েকজন গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে নেন। (রিপোর্ট-জিতেন্দ্র ভার্মা)
 

  • 2/5

হোশঙ্গাবাদের বাসিন্দা চন্দ্রকান্ত রোহার নিজের ডির্ভোস দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। কিন্তু সেই ডির্ভোস বন্ধের জন্য উচ্চ আদালতে আবেদন জানিয়েছেন প্রথম স্ত্রী। 
 

  • 3/5

এর মধ্যেই মহিলাটি জানতে পারে যে স্বামী আবার বিয়ে করেছেন। তখন তিনি থানায় অভিযোগ করেন। এই অভিযোগের পরে উভয় পক্ষকে থানায় ডেকে আনা হয়ে। দু'পক্ষই পুলিশের সামনে কথাবার্তা বলছিল সেই সময় ওই মহিলা আচমকা রাগে যান।

Advertisement
  • 4/5

তখন ওই মহিলা তার স্বামীকে ধরে চড় মারতে থাকেন। অবস্থা বুঝে পুলিশ কর্মীরা তাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ওই মহিলা কোনও কিছুতে কান না দিয়ে স্বামীকে পেটাতে থাকেন। 

  • 5/5

যদিও এই ঘটনায় ওই ব্যক্তি থানায় কোনও অভিযোগ জানাননি। পরে পুলিশ দু পক্ষকে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়। উপস্থিত কয়েকজন গোটা ঘটনার ভিডিও রেকর্ড করেন। যা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
 

Advertisement