scorecardresearch
 
Advertisement
ভাইরাল

স্প্যাম কল ভেবে কাটতে যাচ্ছিলেন, রিসিভ করতেই ১১ কোটির লটারি

প্রতীকী ছবি
  • 1/7

মোবাইলে অজানা কল বা স্প্যাম কল মাঝেমধ্যেই বিরক্তির কারণ হয়ে ওঠে। কখনও কখনও এই সমস্ত কল না রিভিভ করেই কেটে দেন কেউ কেউ । যে সমস্ত ফোনে ট্রু কলার অ্যাপ ইনস্টল রয়েছে সেগুলিতে খুব সহজেই ধরা যায় স্প্যাম কল। কিন্তু সবসময় কিন্তু এই ধরনে অজানা কল স্প্যাম কল হয় না। অস্ট্রেলিয়াতে ঘটেছে এমনই এক ঘটনা, যেখনে এক মহিলা লটারিতে জেতা টাকা প্রায় হারাতেই বসেছিলেন। 

প্রতীকী ছবি
  • 2/7

জানা গিয়েছে অস্ট্রেলিয়ার এক মহিলার কাছে বারংবার অজানা নম্বর থেকে ফোন আসছিল। আর তিনি সেগুলিকে স্প্যাম মনে করে কেটে দিচ্ছিলেন। তবে একবার কলটি রিসিভ করেন তিনি। তারপরেই যে খবর পান, তা শুনে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন। 
 

প্রতীকী ছবি
  • 3/7

বেশ কয়েকবার কাটার পর একবার বিরক্ত হয়ে ফোন রিভিস করেন তিনি। তারপরেই জানতে পারেন ১.৫ মিলিয়ন ডলার, অর্থাৎ ১১ কোটি টাকারও বেশি জ্যাকপট জিতেছেন তিনি। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

ইউপিআই নিউজের খবর অনুসারে, তাসমানিয়ার লাউন্সেস্টনের বাসিন্দা ওই মহিলা ১১ কোটি টাকারও বেশি লটারি জেতেন। কিন্তু তার আগে অবশ্য স্প্যাম মনে করে কল ধরছিলেন না তিনি। 
 

প্রতীকী ছবি
  • 5/7

মহিলা জানাচ্ছেন, তিনি অনাজা নম্বরের ফোন কখনওই ধরেন না। কারণ তাঁর মনে হয় বদমায়েশ লোকেরা ফোন করে বিরক্ত করবে। তবে ওই নম্বর থেকে বেশ কয়েকবার কল আসায় সেটি রিসিভ করার সিদ্ধান্ত নেন তিনি।  
 

প্রতীকী ছবি
  • 6/7

লটারি জয়ী মহিলা আরও জানাচ্ছেন, ফোনে তাঁকে বলা হয় গত ৩১ জুলাই তিনি ১.৪৭ মিলিয়ন ডলার জ্যাকপট জিতেছেন।  
 

প্রতীকী ছবি
  • 7/7


মহিলা জানাচ্ছেন, পুরস্কারের অর্থ দিয়ে অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে তাঁর। তার মধ্যে সবচেয়ে প্রথমে বকেয়া বিল গুলি মেটাবেন এং তারপর কিছু টাকা বিনিয়োগ করবেন বলে জানান তিনি। 
 

Advertisement