গত প্রায় দেড় বছরে করোনা সারা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। বদলে গিয়েছে মানুষের জীবনযাপন। অনেক কিছুই বদলে গিয়েছে। অনেক কিছু বদলে দিতে হয়েছে। এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিলেন ব্রিটেনের এক মহিলা। করোনা সংক্রমণ, লকডাউনের কারণে ছেলে দীর্ঘদিন বাড়ি আসতে পারেননি। ছবি সৌজন্য: SCH120591/টিকটক
তবে সাত মাস পর ছেলে যখন বাড়িতে ফিরলেন তিনি যেন চিনতেই পারলেন না! আর কারণ ভারী মজাদার। ব্রিটেনের বাসিন্দা এক ব্যক্তি সাত মাস বাড়ি ফরিতে পারেননি। তিনি বিদেশে আটকে পড়েছিলেন। করোনা সংক্রমণের জন্য বাতিল হয়েছিল একের পর এক বিমান। আর তার জেরেই তিনি আটকে পড়েন। যেমন আরও হাজার হাজার মানুষ আটকে পড়েছিলেন। ছবি: গেটি ইমেজেস
সে সব কাটিয়ে তিনি যখন বাড়ি ফেরার সুযোগ পেলেন, করলেন এক মজাদার কাজ। মাকে চমকে দেওয়ার চেষ্টা করলেন। তিনি একটি ভিডিও তৈরি করেন। সেখানে তিনি বলেন, তিনি ৭ মাস বাড়ি ফিরতে পারেননি। আর করোনা নির্দেশিকা, লকডাউনের জন্য বাড়ি ফিরতে পারছিলাম না। তবে আমি এখন বাড়ি ফেরার সুযোগ পেয়েছি। আর এটাকে আকর্ষণীয় করে তুলতে চাই। ছবি সৌজন্য: SCH120591/টিকটক
ওই ভিডিওতে তিনি আরও বলেন, আমি মাকে জানিয়ে দিয়েছি আমি ওঁর জন্য পিৎজা অর্ডার করেছি। আর আমি পিৎজা ডেলিভারি বয় হিসেবে তাঁর কাছে যাব। আর এরপর ওই ব্যক্তি নিজের বাড়ির দরজায় টোকা মারেন। আর তারপর তাঁর মা বাইরে বেরিয়ে আসেন। ছবি সৌজন্য: SCH120591/টিকটক
তবে তাঁর মা তাঁকে খেয়াল করেননি। তিনি পিৎজা নিয়ে সোজা বাড়ির ভেতর ঢুকে যান। ডেলিভারি বয় যে তাঁর ছেলে, সে কথা তিনি ভাবতেও পারেননি। তাই পিৎজা নিয়েই তিনি বাড়ির দরজা বন্ধ করে দেন। ছবি: গেটি ইমেজেস
তখন তিনি মহা বিপদে পড়েন! আরে আমার পরিকল্পনাই তো ভেস্তে যেতে বসেছে। নিজের ছেলেকে ঠিক করে দেখলই না! পিৎজা নিল আর সোজা চলে গেল ঘরে। তখন তাঁর মাথায় বুদ্ধি আসে। ফের দরজায় টোকা দেন। আর বলেন, টিপস পাব না? ছবি: গেটি ইমেজেস
আর তারপর ওই মহিলা ছেলের গলার আওয়াজ শুনতে পেয়ে আর এমন প্রশ্ন শুনে সামান্য হাসেন। আর শেষ পর্যন্ত নিজের ছেলেকে দেখতে পান। যদি তখন তাঁর আচরণে বিশেষ বদল আসেনি। আর তারপর ওই ব্যক্তিও হাসতে থাকেন। আর তারপর এই দৃশ্য ভাইরাল হয়ে যায়। ছবি: গেটি ইমেজেস