Advertisement
ভাইরাল

ছাগলকে ধুমধাম করে বিয়ে পাকিস্তানি যুবকের! ভিডিও ভাইরাল

  • 1/6

পাকিস্তান সিন্ধু প্রদেশে হতবাক করে দেওয়া এক ঘটনা হয়েছে। সিন্ধুর মিরপুরখাস এলাকায় ভিল সম্প্রদায়ের এক যুবক ছাগলকে বিয়ে করেছে বলে জানা গিয়েছে। এই কাণ্ডের পরে গোটা এলাকার মানুষ হতবাক হয়ে গিয়েছে। (প্রতীকী ছবি)
 

  • 2/6

পাকিস্তানি নিউজ চ্যানেল এআরওয়াই নিউজ জানিয়েছে, মিরপুরখাস এলাকার এক যুবকের সঙ্গে ছাগলের বিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  ( ছবি-এআরওয়াই নিউজ)

  • 3/6

পুলিশ জানিয়েছে, সাধারণ বিয়ের রীতি অনুযায়ী এই বিয়ে হয়েছে। এমনকি পরিবারের সদস্যরাও বিয়েতে উপস্থিত ছিলেন।  (প্রতীকী ছবি)

Advertisement
  • 4/6

পুলিশ জানিয়েছে, এই বিয়ের যে আয়োজন করেছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ওই যুবকের খোঁজেও তল্লাশি চালানো হয়েছে।  (প্রতীকী ছবি)

  • 5/6

এর আগে ব্রাজিলেও এক প্রৌঢ় একটি ছাগলকে বিয়ে করেছিল। তিনি দাবি করেছিলেন, যে এর জন্য উপযুক্ত কারণ রয়েছে।  (প্রতীকী ছবি)
 

  • 6/6

তবে পাকিস্তানের ওই যুবক আচমকা কেন ছাগলকে বিয়ে করল সেটা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।   (প্রতীকী ছবি)
 

Advertisement