scorecardresearch
 
Advertisement
ভাইরাল

প্রিয় সারমেয়র ৫০ ফুট উঁচু সোনার মূর্তি,পোষ্য প্রেমের নজির এই রাষ্ট্রপতির

Alabai dog
  • 1/5

কেবল ভারত নয় বিশ্বে জুড়ে রয়েছে রাজনৈতিক নেতাদের সব বিশাল বিশাল মূর্তি। তবে নজির গড়েছেন তুর্কমেনিস্তানের শাসক। কোনও ব্যক্তির নয়, তিনি ৫০ ফুট লম্বা একটি মূর্তি তৈরি করেছেন নিজের প্রিয় পোষ্যের। 
 

Alabai dog
  • 2/5

তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতের একেবারে সিটি সেন্টারে এই ৬ মিটার উঁচু মূর্তি শোভা পাচ্ছে ৷  পোষ্যের প্রতি ভালোবাসা  থেকেই মূর্তিটি স্থাপন করেছেন সেদেশের প্রেসিডেন্ট  গুরবাংগুলি বার্দিমুখামেদভের। ২০০৭ সাল থেকে তুর্কমেনিস্তানে ক্ষমতায় রয়েছেন গুরবাংগুলি। তাঁর প্রিয় পোষ্য শেফার্ড ব্রিডের একটি কুকুর ৷
 

Alabai dog
  • 3/5

তুর্কমেনিস্তানের  সরকার সূত্রে জানা গেছে, এই মূর্তিটি ব্রোঞ্জ দিয়ে তৈরি এবং এটিতে ২৪  ক্যারেট সোনার পাত রয়েছে। মূর্তির উচ্চতা ২০  ফুট। রাজধানী আশগাবাতের  যেখানে সরকারি কর্মকর্তারা থাকেন সেখানেই এটিকে বসানোর ব্যবস্থা করা হয়েছে ।
 

Advertisement
Alabai dog
  • 4/5


মূর্তির উদ্বোধনও হল বেশ জমকালোভাবেই ৷ গান-বাজনা  সহযোগে একেবারে এলাহি আয়োজন ৷ এর আগে তুর্কমেনিস্তানে আখাল-তেকে ঘোড়ার একটি মূর্তি ছিল ৷ এবার তার সঙ্গে সংযোজন হল প্রেসিডেন্টের প্রিয় পোষ্যও ৷ 

Gurbanguly Berdymukhammedov
  • 5/5

মূর্তিটি বানিয়েছেন সেদেশের বিখ্যাত শিল্পী ৭১ বছরের সারগার্ট বাবায়েভ ৷ উদ্বোধনী অনুষ্ঠানে স্বয়ং হাজির হয়েছিলেন প্রেসিডেন্ট।  মূর্তি  নীচে রয়েছে একটি এলইডি ডিসপ্লেও ৷ যেখানে কুকুরটির খেলে বেড়ানো থেকে শুরু করে আরও নানাধরণের ছবি দেখানো হচ্ছে সর্বক্ষণ ৷ প্রেসিডেন্টের প্রিয় সারমেয়র মূর্তি তৈরির জন্য সেদেশে কোষাগার উন্মুক্ত করা হয়েছিল, যদিও দেশের অধিকাংশ মানুষ দারিদ্রের মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ। 
 

Advertisement