করোনা মহামারীকালে ভাইরাসের সংক্রমণ এড়াতে মানুষ কী না করছেন! কর্মসূত্রে অনেককেই এখন বাড়ির বাইরে নিয়মিত যেতে হচ্ছে, কাটাতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এই পরিস্থিতিতে বাইরারে খাবারের উপর নিরুপায় হয়েই ভরসা করছেন অনেকে। কিন্তু অ্যান্টিভাইরাস টিফিন সেন্টারে খেলে সংক্রমণ ভয় কীসের!
ওড়িশার একটি ছোট্ট ‘ফাস্ট ফুড সেন্টার’-এর নামই এখন ভরসা জোগাচ্ছে কয়েকশো স্থানীয় মানুষকে যাঁদের কাজের সূত্রে ঘণ্টার পর ঘণ্টা বাড়ির বাইরে কাটাতে হয়। যে দোকানের নাম ‘অ্যান্টিভাইরাস টিফিন সেন্টার’, সেখানে যে অন্তত টাটকা, গরম গরম, স্বাস্থ্যকর খাবার পাওয়া যাবে, সেটা দেখে ও চেখে বিশ্বাস করছেন প্রায় সকলেই!
গত মঙ্গলবার, স্থানীয় এক খাদ্যরসিক ‘অ্যান্টিভাইরাস টিফিন সেন্টার’ নামে রাস্তার ধারের একটি ছোট্ট ফাস্ট ফুড সেন্টারের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তার পরেই এই ছবি আর দোকান ভাইরাল হয়ে যায়!
ছবিতে দোকানের সামনে রাখা মেনু বোর্ডটিও দেখা যাচ্ছে। ওই বোর্ড থেকেই জানা গিয়েছে, ‘অ্যান্টিভাইরাস টিফিন সেন্টার’ ওড়িশার বেরহামপুরের গান্ধীনগর মেইন রোডে অবস্থিত। এখানকার খাবারের তালিকায় রয়েছে, ইডলি, দোসা, সামোসা, উপমা, বড়া, পুরির মতো মুখরোচক খাবারদাবার।