scorecardresearch
 
 
ভাইরাল

১৭ জন নাতি-নাতনির ঠাকুমার বিয়ে ২৪-এর বয়ফ্রেন্ডকে! সেক্স লাইফ নিয়ে বললেন...

১৭ জন নাতি-নাতনির ঠাকুমার বিয়ে ২৪-এর বয়ফ্রেন্ডকে
  • 1/7

ভালোবাসার কোনও বয়স হয় না। ১৭ জন নাতি-নাতনির এক ঠাকুমা বাস্তবে তার প্রমাণ দিলেন। তিনি বিয়ে করলেন তাঁর ২৪ বছরের বয়ফ্রেন্ডকে। ওই বৃদ্ধার নাম শেরিল ম্যাকগ্রেগর। আর তাঁর স্বামীর নাম কুরেন ম্যাককেন। টিকটক ভিডিওতে লাইভ করে বিবাহ পর্ব সারলেন তাঁরা। 

১৭ জন নাতি-নাতনির ঠাকুমার বিয়ে ২৪-এর বয়ফ্রেন্ডকে
  • 2/7

অসম বয়সী দুজনের বিয়ে নিয়ে সোশাল মিডিয়ায় নেটিজেনরা বিভিন্ন প্রশ্ন করেছেন। যদিও তা নিয়ে বিচলিত নয় নব দম্পতি। তাঁরা সাফ জানিয়েছেন, নেটিজেনদের কটাক্ষে তাঁদের কিছুই আসে যায় না। 

১৭ জন নাতি-নাতনির ঠাকুমার বিয়ে ২৪-এর বয়ফ্রেন্ডকে
  • 3/7

অনেকে আবার শেরিল ও কুরেনের সেক্স লাইফ নিয়েও প্রশ্ন তুলেছেন।  এই নিয়ে দুজনেই জানিয়েছেন, তাঁদের বয়সের ফারাক অনেকখানি হলেও  সেক্স লাইফ ভালোই কাটছে। 

১৭ জন নাতি-নাতনির ঠাকুমার বিয়ে ২৪-এর বয়ফ্রেন্ডকে
  • 4/7

অনেকে আবার শেরিল ও কুরেনের সেক্স লাইফ নিয়েও প্রশ্ন তুলেছেন।  এই নিয়ে দুজনেই জানিয়েছেন, তাঁদের বয়সের ফারাক অনেকখানি হলেও  সেক্স লাইফ ভালোই কাটছে। 

১৭ জন নাতি-নাতনির ঠাকুমার বিয়ে ২৪-এর বয়ফ্রেন্ডকে
  • 5/7

কুরেনের বয়স যখন ১৫ বছর তখন তাঁকে প্রথম দেখেন শেরিল। কুরেনের বয়স যখন ২৩ বছর তখন ফের দুজনের মধ্যে অনলাইনে কথাবার্তা শুরু হয়। তারপরই তাঁরা সম্পর্কে জড়িয়ে পড়েন। 
 

১৭ জন নাতি-নাতনির ঠাকুমার বিয়ে ২৪-এর বয়ফ্রেন্ডকে
  • 6/7

onlyfans নামে দুজনের একটি সোশাল মিডিয়া অ্যাকাউন্টও রয়েছে। সেখানে তাঁরা নিয়মিত আসেন ও নেটিজেনদের সঙ্গে কথা বলেন। শেয়ার করেন তাঁদের অভিজ্ঞতার কথা। বিয়ের আগে তাঁরা দুজনে বেশ কয়েকবছর একসঙ্গে কাটান।  

১৭ জন নাতি-নাতনির ঠাকুমার বিয়ে ২৪-এর বয়ফ্রেন্ডকে
  • 7/7

আর পাঁচজন পাত্র-পাত্রীর মতোই বিবাহ পর্ব সারেন শেরিল ও কুরেন। আমেরিকার টেনেসিতে ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে করেন। নব দম্পতি জানান, তাঁদের বিয়ের অনুষ্ঠানে বেশ কয়েকজন অতিথি হাজির ছিলেন। আর বিয়ের পর তাঁদের দাম্পত্যজীবনও ভালো কাটছে।