scorecardresearch
 
Advertisement
ভাইরাল

Hooghly : টানা ১৪ ঘণ্টা ঘুম লোকো পাইলটের, চুঁচুড়ায় পুলিশ এসে ভাঙল তালা

Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk হুগলি
  • 1/17

Hooghly: টানা কয়েক ঘণ্টার রোমহর্ষক পর্ব। ঘুম ভাঙাতে ভাঙতে হল দরজা! যিনি ঘুমিয়ে পরিছেন, তাঁর কোনও তাপ উত্তাপ নেই। শনিবার দুপুরের দিকে ঘুমিয়ে পরেছিলেন তিনি। আর রবিবার সকালে অনেক কষ্ট করেও তাকে ডেকে তোলা যায়নি। ফলে ভাঙতে হয় তালা।

Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk চুঁচুড়া
  • 2/17

কলিযুগের এক কুম্ভকর্ণর হদিশ মিলল হুগলির চুঁচুড়ায়। নাম সৌমেন নিয়োগী। তিনি চুঁচুড়ার বড়বাজারে একটি আবাসনের তিনতলায় থাকেন। বছর ৪২-এর সৌমেনবাবু ভারতীয় রেলের শিয়ালদহ শাখায় লোকো পাইলট হিসাবে কর্মরত।

Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk one
  • 3/17

সৌমেনবাবু স্ত্রী বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বর্ধমানের মেমারিতে বাপের বাড়িতে গিয়েছেন। সৌমেনবাবু একাই ছিলেন বাড়িতে।

Advertisement
Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk two
  • 4/17

আবাসন সূত্রে খবর, এদিন সকাল ৯টা নাগাদ স্ত্রীর সঙ্গে ফোনে কথাও হয় সৌমেনবাবুর। যদিও এদিন ঘর থেকে তাঁকে বের হতে দেখা যায়নি।

Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk three
  • 5/17

সৌমেনবাবুর স্ত্রী ওই আবাসনেরই আর এক আবাসিক মনোজিৎ দত্তকে ফোন করে স্বামীকে ডাকতে বলেন। কিন্তু মনোজিৎবাবু সৌমেনবাবুকে বহু ডাকাডাকি করেও সাড়া পাননি।

Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk four
  • 6/17

এরপর অন্যান্য আবাসিকরা সুর চড়িয়ে সৌমেনবাবুকে ডাকা শুরু করেন। কোথায় সৌমেনবাবু!
 

Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk five
  • 7/17

গলা চেঁচানো, দরজা টোকানো, অনবরত কলিং বেল বাজানো কোনও ভাবেই সৌমেনবাবুর সাড়া মেলেনি। 

Advertisement
Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk six
  • 8/17

এরপর মনোজিৎবাবু বিষয়টি ফোনে সৌমেনবাবুর স্ত্রীকে জানান।

Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk seven
  • 9/17

তিনি ঘরের দরজা ভেঙে দিতে বলেন এবং বিপদের আশঙ্কা করে বিয়ে বাড়ি থেকে পাততাড়ি গুটিয়ে চুঁচুড়ার দিকে রওনা দেন। মনোজিৎবাবুর দৌলতেই খবর যায় চুঁচুড়া থানায়। চুঁচুড়া থানার পুলিশ এসে পৌঁছয়। পুলিশ কর্মীরাও ডাকাডাকি করে সাড়া পাননি। 

Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk eight
  • 10/17

এরপর পুলিশ লোক ডেকে মিস্ত্রি ডেকে আনেন। মিস্ত্রির ছেনি হাঁতুড়ির ঘায়ে কোলাপসিবল গেটের তালা ভাঙা হয়।

Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk nine
  • 11/17

এরপর আবাসনের সদর দরজা ভাঙতেই বারমুড পরিহিত সৌমেনবাবু ঘুম-ঘুম ভিতরের ঘর থেকে বেরিয়ে আসেন।

Advertisement
Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk ten
  • 12/17

সমাপ্ত হয় নাটকের। বাইরে টানা কয়েকঘন্টা ধরে যে সাসপেন্স চলছিল তিনি তা কিছুই জানেন না। তবে এ কোন ঘুম?

Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk eleven
  • 13/17

যে ঘুম ভাঙাতে দরজা ভাঙতে হয় তা ভেবেই চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের!

Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk twelve
  • 14/17

ঘুম! ঘুম নিয়ে গবেষণা নতুন নয়। বই ঘাটলে দেখা যাবে দীর্ঘদিন থেকেই হয় তো ঘুম নিয়ে গবেষণা চলছে। তবে আধুনিক বিজ্ঞানের কথায় ঘুম হল একটি জৈবিক বিষয়।

Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk thirteen
  • 15/17

যা প্রাণীকুলের কাছে অত্যন্ত স্বাভাবিক। মানুষ সারা জীবনের প্রায় ৩৫% সময় ঘুমেই কাটিয়ে দেন। অর্থাৎ কেউ যদি ৬০বছর বাঁচে তবে হিসেব কষলে দেখা যাবে তিনি জীবনের সাড়ে ২১বছর ঘুমিয়েই কাটিয়ে দিয়েছেন। কিন্তু ঘুম যদি হয় অবিরাম।

Advertisement
Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk fourteen
  • 16/17

কোনও ভাবেই যদি ঘুম না ভাঙে। অর্থাৎ কুম্ভকর্ণ। হিন্দুপুরাণ রামায়ণে কুম্ভকর্ণকে রক্ষকুলের সাথে তুলনা করা হয়েছে। তিনি ছিলেন রাবণের মধ্যম ভ্রাতা। কুম্ভকর্ণ তাঁর ভ্রাতাদ্বয় রাবণ ও বিভীষণের সহিত এক মহাযজ্ঞে অংশগ্রহণ করে তারা প্রজাপতি ব্রহ্মাকে তুষ্ট করতে সফল হন।

Hooghly Chuchura or Chinsurah man fallen asleep reminds Kumbhakarna have to brealk the door sparks tension abk fifteen
  • 17/17

কিন্তু ব্রহ্মার কাছে বর চাওয়ার সময় দেবরাজ ইন্দ্রের অনুরোধে দেবী সরস্বতী তার জিহ্বা আড়ষ্ট করে দেন। এই কারণে বর হিসাবে 'ইন্দ্রাসন' চাওয়ার বদলে তিনি 'নিদ্রাসন' চেয়ে বসেন। কথিত আছে টানা ৬মাস ঘুমোতেন কুম্ভকর্ন। পৃথিবী উল্টে গেলেও ঘুম ভাঙত না কুম্ভকর্ণের।

Advertisement