scorecardresearch
 
ভাইরাল

PHOTOS: প্রথম মহাকাশযাত্রায় নিরাপদ Jeff Bezos? অটোমেটিক লঞ্চে প্রশ্ন!

অপেক্ষা
 • 1/14

আর কিছু সময়ের অপেক্ষা। ২০২১ সালের ২০ জুলাই সন্ধে সাড়ে ৬টার সময় নিজের রকেটে বসে অন্তরীক্ষে যাবেন জেফ বেজোস। তিনি পৃথিবীর ধনীতম মানুষ। এই যাত্রা ঐতিহাসিক। তবে কিছু প্রশ্ন উঠেছে। তিনি কি নিরাপদ থাকবেন? এর কারণ এই প্রথম কোনও রকেট আর ক্যাপসুল পুরোপুরি স্বয়ংক্রিয় বা অটোমেটিক অবস্থায় থাকবে।

মাস্টার
 • 2/14

এখানে বসার পর মানুষ বা মাস্টার কন্ট্রোল সেন্টার থেকে কমান্ড দেওয়ার পর আর কিছু করা যাবে না। আর এখানেই প্রশ্ন উঠেছে।

মহাকাশ
 • 3/14

দুনিয়ার মহাকাশ বিশেষজ্ঞরা মনে করছেন, জেফ বেজোস নিজের সংস্থা ব্লু অরিজিনের রকেট এবং ক্যাপসুল নিউ শেফার্ডে সুরক্ষিত থাকবেন। তবে জেফ নিজে এ ব্য়াপারে সন্দিহান।

রকেট
 • 4/14

এর কারণ হল এর আগে কখনও কোনও রকেট স্বয়ংক্রিয় মোডে লঞ্চ করা হয়নি। আর না তো কোনও ক্যাপসুলকে এই উপায়ে লঞ্চ করা হয়েছে।

সঙ্গে
 • 5/14

অ্যামাজনের প্রাক্তন সিইও জেফ বেজোস আর ব্ল্ু অরিজিন স্পেস সংস্থার মালিক ২০ জুলাই মানে মঙ্গলবার নিউ শেফার্ড ক্যাপসুলে বসে রওনা হবে অন্তরীক্ষে। ১১ মিনিটের সফর তাঁর। তাঁর সঙ্গে আরও ৩ জন যাবেন। 

জুলাই
 • 6/14

তাঁর যাত্রা জেনেবুঝেই ২০ জুলাই রাখা হয়েছে। কারণ এই দিনের অ্যাপোলো ১১ চাঁদে গিয়েছিল। ওই ঘটনার ৫২ বছর পূর্তি হচ্ছে।

রওনা
 • 7/14

দ্য নিউ শেফার্ড ক্যাপসুল পুরোপুরি অটোমেটিক। এর ভেতরে ৬ জন যাত্রী থাকতে পারেন। আর তাঁরা মহাকাশে যেতে পারেন। সেটা মহাকাশে রওনা হওয়ার পর ১১০ কিলোমিটার উঁচু পর্যন্ত উড়তে পারবে।

সুরক্ষিত
 • 8/14

ক্যাপসুল থেকে রকেট প্রথমে আলাদা হয়। আর সুরক্ষিত উপায়ে ফিরে আসে। ক্যাপসুল কয়েক মিনিটের জন্য অন্তরীক্ষে থাকে। আর তারপর প্যারাসুটের সাহায্য়ে ফিরে আসে।

নাসা
 • 9/14

ASTI Group-এর সিইও আর নাসা (NASA)-র সঙ্গে যুক্ত সিস্টেম ইঞ্জিনিয়ার যোসেফ ফ্রোগোলা ব্লু অরিজিনের লঞ্চিং নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানাচ্ছেন, অন্তরীক্ষে লঞ্চিং সব সময় বিপদ থাকে। লঞ্চিংয়ের সঙ্গে যুক্ত সংস্থার অভিজ্ঞতা এ ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ব্লু অরিজিন এই প্রথম এই কাজ করছে।

সমস্যা
 • 10/14

এই কাজের জন্য দ্য় নিউ শেফার্ড (The New Shepard) ১৫ বার ট্রায়াল দিয়েছে। এর মধ্যে মাত্র একবার সমস্যা দেখা দিয়েছিল।

ইঞ্জিনিয়ার
 • 11/14

নাসার প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ব্লেক পুটনি জানান, দ্য় নিউ শেফার্ড (The New Shepard)পৃথিবীর কক্ষপথে যাচ্ছে না। সেটি শুধু অন্তরীক্ষের দরজায় যাচ্ছে বলা যেতে পারে।

শক্তিশালী ইঞ্জিন
 • 12/14

ব্লেক পুটনি আরও জানান, আপনার রকেট ইঞ্জিন কতটা শক্তিশালী। তার ওপর নির্ভর করছে অন্তরীক্ষে উড়ানের বিপদ। 

স্পেস শাটলের ইঞ্জিন
 • 13/14

তিনি আরও জানান, স্পেস শাটলের ইঞ্জিন এই মামলায় কোনও শয়তানের থেকে কম নয়। এটা অনেক সময় পর্যন্ত চালু থাকতে পারে। কারণ এটি যাত্রীদের অন্তরীক্ষে নিয়ে যাবে।

অভিজ্ঞতা
 • 14/14

যোসেফ ফ্রোগেলা জানান, ব্লু অরিজিনের এখনকার অভিজ্ঞতা দেখা গেলে বলতে হয়, ১০০ উড়ানের মধ্যে ১টি ঘটনা থেকে ৫০০টি উড়ানের মধ্যে ১টি ঘটনা ঘটতে পারে।