scorecardresearch
 
Advertisement
ভাইরাল

এই নিয়ে তিনবার মহারাজা রণজিত্‍ সিংয়ের মূর্তি ভাঙা হল পাকিস্তানে! ভাইরাল Video

ফের ভাঙা হল রণজিৎ সিং-এর মূর্তি
  • 1/6

পাকিস্তানের লাহোরে (Lahore Pakistan) আবারও ভাঙা হল মহারাজা রণজিৎ সিং-এর (Maharaja Ranjit Singh) মূর্তি।  জানা যাচ্ছে, টিএলপি-র (TLP) লোকজনেরা ভেঙেছে মূর্তিটি। হামলকারী প্রথমে রণজিত সিং-এর বিরুদ্ধে স্লোগান দেয়, তারপর মূর্তিটি ভেঙে ফেলে। ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সে মূর্তিটি ভেঙে ফেলেছে। (সমস্ত ছবি সূত্র - Twitter/@AU_Qasmi) 

ফের ভাঙা হল রণজিৎ সিং-এর মূর্তি
  • 2/6

ব্রোঞ্জের তৈরি ওই মূর্তিটির উচ্চতা ছিল ৯ ফুট। মূর্তিতে তলোয়ার হাতে ঘোড়ায় বসেছিলেন রণজিৎ সিং। এই নিয়ে ৩ বার ক্ষতিগ্রহস্ত হল মূর্তিটি। 
 

ফের ভাঙা হল রণজিৎ সিং-এর মূর্তি
  • 3/6

মূর্তি ভাঙার ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিএলপি-র লোকজনেরা ভেঙেছে মূর্তিটি ভেঙেছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও তাদের চিহ্নিত করা যায়নি। ঘটনার তদন্ত চলছে। তবে মূর্তিটি সম্পূর্ণ ভেঙে ফেলার আগেই আটকে দেওয়া হয় হামলাকারীকে। 

 

Advertisement
ফের ভাঙা হল রণজিৎ সিং-এর মূর্তি
  • 4/6

২০১৯ সালে এই মূর্তিটি স্থাপন করা হয়। মূর্তিকে শিখদের পোশাকে দেখা যায় রণজিৎ সিংকে। 
 

ফের ভাঙা হল রণজিৎ সিং-এর মূর্তি
  • 5/6

জানা যাচ্ছে, গত বছর সেপ্টেম্বর মাসেও মূর্তিটিতে হামলা চালায় এক ব্যক্তি। সেও মূর্তির হাত ভেঙে দিয়েছিল। কিন্তু তারপরেই তাকে ধরে ফেলেন স্থানীয়রা। তাছাড়া আরও একবার মূর্তিটিকে নষ্ট করার চেষ্টা হয়। 
 

ফের ভাঙা হল রণজিৎ সিং-এর মূর্তি
  • 6/6

অভিযোগ দেশের নিষিদ্ধ কট্টর ইসলামি সংগঠন তেহরিক-ই-লাব্বাইক এই হামলা চালিয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 

Advertisement