পাকিস্তানের লাহোরে (Lahore Pakistan) আবারও ভাঙা হল মহারাজা রণজিৎ সিং-এর (Maharaja Ranjit Singh) মূর্তি। জানা যাচ্ছে, টিএলপি-র (TLP) লোকজনেরা ভেঙেছে মূর্তিটি। হামলকারী প্রথমে রণজিত সিং-এর বিরুদ্ধে স্লোগান দেয়, তারপর মূর্তিটি ভেঙে ফেলে। ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সে মূর্তিটি ভেঙে ফেলেছে। (সমস্ত ছবি সূত্র - Twitter/@AU_Qasmi)
ব্রোঞ্জের তৈরি ওই মূর্তিটির উচ্চতা ছিল ৯ ফুট। মূর্তিতে তলোয়ার হাতে ঘোড়ায় বসেছিলেন রণজিৎ সিং। এই নিয়ে ৩ বার ক্ষতিগ্রহস্ত হল মূর্তিটি।
মূর্তি ভাঙার ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিএলপি-র লোকজনেরা ভেঙেছে মূর্তিটি ভেঙেছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও তাদের চিহ্নিত করা যায়নি। ঘটনার তদন্ত চলছে। তবে মূর্তিটি সম্পূর্ণ ভেঙে ফেলার আগেই আটকে দেওয়া হয় হামলাকারীকে।
TLP worker pulling down Ranjit Singh's statue at the Lahore Fort. The statue had previously been vandalized by TLP workers on at least two different occasions in the past. pic.twitter.com/IMhcZmPj7e
— Ali Usman Qasmi (@AU_Qasmi) August 17, 2021
জানা যাচ্ছে, গত বছর সেপ্টেম্বর মাসেও মূর্তিটিতে হামলা চালায় এক ব্যক্তি। সেও মূর্তির হাত ভেঙে দিয়েছিল। কিন্তু তারপরেই তাকে ধরে ফেলেন স্থানীয়রা। তাছাড়া আরও একবার মূর্তিটিকে নষ্ট করার চেষ্টা হয়।