scorecardresearch
 
Advertisement
ভাইরাল

বন্যায় ডুবেছে শহর! বিয়েতে অনড় যুবক নিলেন এই সিদ্ধান্ত

বন্যা ও ভূমিধসের
  • 1/7

বন্যা ও ভূমিধসের জেরে মহারাষ্ট্রের খুবই দুর্দশাপূর্ণ  ছবি সামনে এসেছে। স্থানীয় সাঙ্গলি শহরেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৩-৪দিন ধরে গোটা শহরটি কার্যত জলবন্দি। কিন্তু এখানে বসবাসকারী রোহিত এবং সোনালি বন্যার জেরে তাঁদের বিয়ে বন্ধ করেননি। 

রোহিতের বাড়ি
  • 2/7

রোহিতের বাড়ি চারপাশেও জল জমে ছিল। ফলে কন্যাযাত্রীর আসার সমস্যা হয়েছিল। তখন স্থানীয় বোর্ড ক্লাব নামে একটি সংগঠন এগিয়ে আসে সাহায্যের জন্য। তারাই বোর্ডের সাহায্যে কন্যাযাত্রীদের রোহিতের বাড়ি পৌঁছে দেন। বিয়ের পরে কন্যাযাত্রীদের ফিরিয়েও নিয়ে আসেন তারা। 
 

ছবিগুলি প্রথমবার
  • 3/7

ছবিগুলি প্রথমবার দেখলেই মনে হবে কোনও প্রি ওয়েডিং ফোটোশ্যুটের ছবি। কিন্তু আদতে তা নয়। গোটা শহরই কার্যত জলমগ্ন। এমন অবস্থায় নৌকায় গিয়েছেন নব বর ও বউ।
 

Advertisement
রোহিত জানান
  • 4/7

রোহিত জানান, তিনি বিয়ের জন্য একটি বাড়ি বুক করেছিলেন। কিন্তু সেখানে বৃষ্টির জল ঢুকে যায়। শেষে বাধ্য হয়ে নিজের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয়। 
 

রোহিত একটি
  • 5/7

রোহিত একটি সেলুনের দোকান চালান। তিনি জানালেন, একটি বিয়ের প্ল্যান করা হয়েছিল আগেই। কিন্তু করোনার জন্য সেটা পিছিয়ে যায়। ফলে এখন আবার নতুন করে বিয়ে পিছোতে চাইনি। 

রোহিতের বিয়ের
  • 6/7

রোহিতের বিয়ের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই তাকে বাহবা জানিয়েছেন।

গত বছর এই
  • 7/7

গত বছর এই এলাকায় বন্যায় অন্তত ১৭ জনের মৃ্ত্যু হয়েছে। এবছর যদিও নতুন করে কেউ মারা যায়নি। কারণ আগে থেকেই সতর্কতা নেওয়া হয়েছিল। 
 

Advertisement