তাঁর নামের পাশে একাধিক পদক রয়েছে। টোকিও অলিম্পিক্স তাঁকে ব্যর্থ করেনি। তিনি অস্ট্রেলিয়ার হয়ে নেমেছিলেন। তিনি জেসিকা ফক্স (Jessica Fox)।
২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে তিনি পেয়েছিলেন রুপো। তার পরের বার ২০১৬ সালে রিও অলিম্পিক্সে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
সেই সাফল্যের ধারা বজায় রয়েছে জাপানের রাজধানী টোকিওতেও (Tokyo Olympics)। এবারও তিনি (Jessica Fox) পদক জিতেছেন। তবে এখন তাঁকে চর্চা হচ্ছে অন্য কারণে। এবার তিনি এমন একটা কাজ করেছে যা সাড়া ফেলে দিয়েছে।
তিনি (Jessica Fox) কায়াকিংয়ে প্রতিযোগিতায় নেমেছিলেন। আর নিজের নৌকা ঠিক করতে ব্যবহার করেছেন কন্ডোম। ফক্স নিজের ইন্সটাগ্রাম পেজে এক ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায় যে তাঁর দলের সদস্য তাঁর নৌকা ঠিক করার কাজে লেগেছেন। সেই কাজ চলছিল। আর তখনই দেখা যায়, নৌকা সারাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে কন্ডোম।
জেসিকা ফক্স (Jessica Fox) ওই ভিডিওর ক্যাপশন দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আপনারা হয়তো জানেন না, কায়াক ঠিক করতে কন্ডোম কাদে লাগানো হয়ে থাকে। এটি কার্বনকে খুব মসৃণ করে তোলে। তাঁর ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। তাঁর ভক্তদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়। এরপর তিনি প্রতিযোগিতায় নামে। আর ব্রোঞ্জ জিতে নেন।
তাঁর বয়স ২৭ বছর। তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics)-এ তিনি (Jessica Fox) ক্যানো স্লালোমে ১০৬.৭৩ মিনিট সময়ে শেষ করেছেন। তিনি তৃতীয় হয়েছেন। তিনি আশা করেছিলেন, এবার তিনি এই প্রতিযোগিতা থেকে সোনা পাবেন। তবে তাঁর আশা পূরণ হয়নি। আর তাই তাঁকে দেখে বেশ হতাশ মনে হয়েছিল।
ঘটনা হল, তিনি ওই প্রতিযোগিতায় দ্রুততম ছিলেন। তবে টাইম পেন্টাল্টির জন্য তিনি চলে যান তৃতীয় স্থানে। আর সোনার বদলে তাঁর কাছে এসেছে ব্রোঞ্জ। তিনি তিন বার ক্যানো স্লালোমে বিশ্বজয়ী।