scorecardresearch
 
Advertisement
ভাইরাল

৪ লাখ টাকায় বিক্রি হল এই দুর্লভ অজগর! কারণ জানলে অবাক হবেন

অজগরের ত্বকের
  • 1/6

অজগরের ত্বকের উপর স্মাইলি রয়েছে শুনলে অবাক হবেন। আদতে এমনই ঘটনা হয়েছে। এক ব্যক্তি প্রজনন ঘটিয়ে এমন কাজ করেছেন যে ডিম ফুটে যে অজগর বের হয়েছে তার শরীরে কমল রংয়ের স্মাইলি রয়েছে।

সাপ ব্রিডার
  • 2/6

আমেরিকার জর্জিয়ার বাসিন্দা সাপ ব্রিডার জাস্টিন কোবিলকা এই সাপটিকে প্রজনন ঘটিয়ে এই সাপটিকে জন্ম দিয়েছেন। জাস্টিন ভুল করে ল্যাভেন্ডার অ্যালবিনো পাইবাল্ড বল পাইথনের জন্ম দিয়েছিলেন। জাস্টিন কোবিলকা গত ১৯ বছর ধরে অজগরকে প্রজনন করছেন। জাস্টিন কোবিলকা জানিয়েছিলেন যে তিনি বল অজগর প্রজনন করছেন।

রং হলুদ আর সাদা রংয়ের
  • 3/6

তিনি চেয়েছিলেন সাপটির রং হলুদ আর সাদা রংয়ের হতে। কিন্তু জন্মানোর পরে দেখা যায়, সাপের শরীরে ৩টে ইমোজি তৈরি হয়েছে। 

Advertisement
 জাস্টিন বলেছেন,
  • 4/6


জাস্টিন বলেছেন, ১৯ বছরের কর্মজীবনে তিনি এমন কাণ্ড দেখেননি। এই সাপটিকে ৪ লাখ ৩৭ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।

ছত্তিশগড়ে
  • 5/6


গত বছর ছত্তিশগড়ে এই বিলুপ্তপ্রায় প্রজাতির সাপের দেখা মিলেছিল। পরে বন দফতর সেই সাপটিকে উদ্ধার করে। 

সাপটির দুটি মাথা ছিল
  • 6/6

সাপটির দুটি মাথা ছিল। ৪টি চোখ ছিল। যা দেখে গ্রামবাসীরা সাপটির পুজোও শুরু করে দিয়েছিল।

Advertisement