scorecardresearch
 
Advertisement
ভাইরাল

গাছের ডাল ভেবে অজগরের কাছে গেল যুবক! তারপরেই...

দূর থেকে দেখে
  • 1/7

দূর থেকে দেখে মনে হয়েছিল কোনও গাছের ডাল। সেই বুঝে কাছে গিয়েছিল এক যুবক। কিন্তু কাছে যেতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তার।

ঘটনা স্কটল্যান্ডের
  • 2/7

ঘটনা স্কটল্যান্ডের। ২২ বছরের এক যুবক তাঁর বান্ধবীর সঙ্গে মাঠের উপর দিয়ে আসছিলেন। সেই সময়ে দূরে একটি বড় কাঠ দেখতে পান তাঁরা।

কৌতূহলবশত
  • 3/7

কৌতূহলবশত ওই কাঠটির সামনে যায় যুবক। কিন্তু সেখানে যেতেই ঘাবড়ে যান তিনি। কারণ আদৌ ওটা কাঠ ছিল না। মস্ত বড় একটা অজগর শুয়ে ছিল মাঠের উপর।
 

Advertisement
যুবক জানায়,
  • 4/7

যুবক জানায়, অজগরটি স্থির ভাবে ছিল। দূর থেকে দেখে মনে হয়েছিল বড় কোনও গাছের ডাল কেউ ফেলে গিয়েছে। কাজেই গিয়েই বুঝতে পারেন এটি একটা অজগর।

যুবকের বান্ধবী
  • 5/7

যুবকের বান্ধবী অজগরকে দেখেই ভয় রাস্তার অন্যপাশে চলে যায়। যুবকও সাপটির কাছ থেকে ধীরে ধীরে দূরত্ব বজায় রাখে। সাপটি দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট।

কিন্তু কী করে সাপটি
  • 6/7

কিন্তু কী করে সাপটি ওই এলাকায় এল, তা স্পষ্ট নয়। যুবক জানায়, ৩০-৪০ মিটার দূরে এক ব্যক্তি বিয়ার পান করছিল নির্ভয়ে। সম্ভবত সাপটি তাঁর বলেই ধারনা যুবকের।

তবে সাপটি
  • 7/7

তবে সাপটি কাউকে আক্রমণ করেনি। যদিও এখানে বড় বিপদের হাত থেকে ওই যুবক বেঁচে গিয়েছেন বলে মনে করছেন অনেকে। 


 

Advertisement