পেশায় কৃষক। দিন আনা দিন খাওয়া তার রোজ নামচা। কিন্তু গত সোমবার নিজের চোখের উপরই বিশ্বাস হচ্ছিল না তাঁর। কারণ, জমি থেকে যে চকচকে পাথরের টুকরোটি তাঁর হাতে, সেটি একটি হিরে। প্রায় সাড়ে ১৩ ক্যারেটের ওই হিরের দাম প্রায় ৫০ লক্ষ টাকা!
হাতে পেয়েই অবশ্য হিরের ওজন বা দাম কিছুই জানতে না ওই কৃষক। তবে সরকারি হিরে যচাই ও গুণমান দফতরে গিয়ে প্রায় সাড়ে ১৩ ক্যারেটের ওই হিরের দাম সম্পর্কে ধারণা হয় তাঁর।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের পান্না জেলায়। হিরেটা যিনি পেয়েছেন তাঁর নাম মুলায়ম সিং। বিশেষজ্ঞদের অনুমান, মধ্যপ্রদেশের পান্না জেলার ভূগর্ভে লুকিয়ে রয়েছে প্রায় ১২ লক্ষ ক্যারেট হিরে।
পান্না জেলার ডায়মন্ড এলাকায় বেশ কয়েকটি জমি সরকারের পক্ষ থেকে লিজ দেওয়া হয়েছে। যার একটি থেকে এই হিরে পেয়েছেন ওই কৃষক। পান্না জেলা তার হিরের খনির জন্য বিখ্যাত। অতীতে, অনেক লোকই এখান থেকে হিরে পেয়ে রাতারাতি লাখপতি, কোটিপতি হয়েছেন।
মুলায়ম সিং জানান, শুধু একটি সাড়ে ১৩ ক্যারেটের হিরেই নয়, তিনি ও তাঁর সঙ্গীরা মিলে এই জমি থেকে আরও ছয়টি ছোট ছোট হিরে খুঁজে পেয়েছেন।
মুলায়ম সিং নামের ওই কৃষক যে লক্ষাধিক টাকার হিরে পেয়েছেন, শীঘ্রই ওই হিরেটিকে নিলামে তোলা হবে। নিলাম থেকে পাওয়া টাকা থেকে সরকারের রয়্যালটি এবং কর বাবদ টাকা দিয়ে বাকিটা পাবেন মুলায়ম সিং।