ঠিক তেমনই এক ভিডিও ভাইরাল হলো রানাঘাট স্টেশন থেকে। যেখানে দেখা গেল মাঝ রাতে বিয়ের অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার স্টেশনে থাকা ক্ষুধার্ত মানুষ এর মধ্যে বিলিয়ে দিলেন এক তরুণী।
নানান অনুষ্ঠান বাড়িতেই খাবার বেঁচে যাওয়া কোনও নতুন ব্যাপার নয়। সেই বেঁচে যাওয়া খাবার আমরা অনেক সময়ই ফেলে দিই। কিন্তু অনেক সময়ই চিন্তা করি না যে সেই খাবার যদি কোনও নিরন্ন মানুষের মুখে তুলে দেওয়া যায়, তাহলে তাঁর অন্তত একবেলার জন্য হলেও খাবার চিন্তা কমে।
সোশ্যাল মিডিয়া খুললে যেখানে বিয়েবাড়ির সাজুগুজু করা ছবি উঠে আসে, এর মাঝেই নজর কাড়ল অসাধারণ মানবিকতার এই ছবি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিও থেকে দেখা গিয়েছে ভাইয়ের বিয়ের অতিরিক্ত খাবার নষ্ট না করে মাঝ রাতেই তা নিয়ে রানাঘাট স্টেশনে হাজির হয়ে যান বরের দিদি এবং পরিবারের অন্যান্য সদস্যরা। শীতের মধ্যে কাঁপতে থাকা ক্ষুধার্ত মানুষের মধ্যে এরপর ওই খাবার প্লেটে করে ভাগ করে দিতে দেখা যায় ওই তরুণীকে।
স্যোশাল মিডিয়ায় এই মানবিক দৃশ্যের ছবি দেখে ওই মহিলাকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজনরা। যারপরনাই মুগ্ধ হয়েছেন তাঁরা।