Pacific Lingcod Fish with 555 Teeth: এটা হল পৃথিবীর সবথেকে বেশি দাঁতওয়ালা মাছ। সেই সংখ্যা শুনলে চমকে যেতে হবে। এর মুখের ভেতর রয়েছে ৫৫৫টি দাঁত। এই মাছের ২০টি করে দাঁত পড়ে যায় রোজ। আর গজায় ২০টি করে দাঁত।
এই ৫৫৫টি দাঁত মুখের ভেতরে দুই জোড়া মাঁড়িতে রয়েছে। আর এই মাছেরল মুখে যে প্রাণী ধরা পড়ে, সে চারদিক থেকে আটকে যায়। একবারেই এই মাছটি তার শিকারকে টুকরো টুকরো করে ফেলে। সামান্য সময় লাগে না। এই মাছ আর কী করে, আসুন জেনে নিই। এই মাছ কি মানুষের জন্য ক্ষতিকারক, তা-ও জেনে নেব।
সবচেয়ে বেশি দাঁত নিয়ে ঘুরে-ফিরে বেরাচ্ছে যে মাছটি সেটি হল প্যাসিফিক লিগকড (Pacific Lingcod)। সম্প্রতি এই মাছের ব্যাপারে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, এই মাছ রোজ ২০টি করে দাঁত হারায়।
আর সেই সংখ্যক দাঁত গজায়ও। মানে যতগুলো দাঁত পড়ে যায়, ততগুলিই গজায়। মানুষের দাঁত পড়ে গেলে তা উঠতে বা গজাতে অনেক সময় লাগে। তবে এ ক্ষেত্রে অবিশ্বাস্য দ্রুত দাঁত ফিরে পাওয়া যায়।
ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের বায়োলজি বিভাগের গবেষক কালি কোহন জানাচ্ছেন, প্যাসিফিক লিগকড (Pacific Lingcod) মুখের হাড় ভেতর থেকে পুরোপুরি দাঁতের প্য়াক। বিজ্ঞানের ভাষায় এটিকে বলে ওফিওডন এলঙ্গাটাস। এটি একটি শিকারি মাছ। এবং প্রশান্ত মহাসাগরের উত্তর অংশ দেখা যায় এটিকে।
প্যাসিফিক লিগকড (Pacific Lingcod) লম্বায় ২০ ইঞ্চির মতো হয়। তবে কোনও কোনও মাছ লম্বায় ৫ ফুট পর্যন্ত হয়।
এই মাছের মুখ কী করে কাজ কর, একগুলো দাঁত কী করে হল, এই সব প্রশ্নের জবাব খোঁজার জন্য বিজ্ঞানীরা সেটি ধরেন।
তাঁরা খোঁজ করেন। আর তারপর অনেক তথ্য উঠে আসে। এই মাছের মুখের মধ্যে ইনসিজার্স, মোলার্স এবং ক্যানাইনের মতো দাঁত থাকে না। শুধু ধারালো মাইক্রোস্কোপিক দাঁত থাকে।
এই দুই জোড়া মাড়ি রয়েছে। যার ভেতরের অংশ বেশ শক্ত। সেখানে সূক্ষ্ম দাঁত থাকে। প্রতি মাড়ির পিছনে এক সাপোর্টিভ মাড়ি থাকে। আর এই মাছ এই মাড়ির সাহায্য়েই শিকার ধরে। মানুষ যেমন মোলার্স দাঁতের সাহায্যে কোনও জিনিস চিবোয়, ঠিক তেমনই।