গর্ভধারণের জন্য অনলাইনে স্পার্ম অর্ডার দিয়েছিলেন ইংল্যান্ডের এক মহিলা। তাঁর নাম স্টেফনি টেলর। আর সেই স্পার্ম অর্ডার দিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি।
দি মিররে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্টেফনির বয়স এখন ৩৩। তার ডিভোর্স হয়েছে। প্রথম পক্ষের এক সন্তানও রয়েছে তাঁর। তবে আরও একটি সন্তান চাইছিলেন তিনি। কিন্তু, সেটা শারীরিক সম্পর্ক ছাড়া।
স্টেফনি চেয়েছিলেন প্রাইভেট ক্লিনিক থেকে স্পার্ম নিতে। যাতে তিনি গর্ভধারন করতে পারেন। তবে প্রাইভেট ক্লিনিকে খরচা অনেক বেশি। সেই কারণে সেখানে যাওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন।
এই বিষয়ে স্টেফনির তাঁর এক বন্ধুর কাছে থেকে একটি অ্যাপের খোঁজ পান। যেখানে অনেক পুরুষ স্পার্ম ডোনেট করে থাকেন। এই কথা শুনে তিনি তথ্য সংগ্রহ করতে শুরু করেন। তারপর স্পার্ম ও Insemination kit অর্ডার দেন।
তারপর এই কিটের ব্যবহারও শেখেন তিনি। এবং প্রথম চেষ্টাতেই গর্ভবতী হয়ে যান। জন্ম দেন বাচ্চার। স্টেফনি সেই বাচ্চার নাম রেখেছেন জর্ডন।
স্টেফনি জানিয়েছেন, সবথেকে অবাক করার মতো ঘটনা হল, যাঁর স্পার্ম তিনি নিজেই স্টেফনির বাড়িতে এসে স্পার্ম ও Insemination kit অর্ডার দিয়ে গিয়েছিলেন।