ঘুমের ঘোরে শৌচালয় যাওয়া খুবই পরিচিত ছবি। চোখ আধ খোলা আর পা টলছে। এ ভাবেই পৌঁছে যাওয়া যায় শৌচালয়ে। তবে এমনটা না-ও হতে পারে। শৌচকার্য সেরে যদি বোঝা যায় শরীরে কেউ কামড় বসিয়েছে? চমকে যেতে পারে পিলে। আর যদি দেখা যায় একটা অজগর বেরিয়ে যাচ্ছে সেখান থেকে? তেমনই হয়েছে।
এমন কথা কেউ কল্পনাও করতে পারবেন না বোধহয়। অস্ট্রিয়ায় তেমনই হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বছর ৬৫-এর এক ব্যক্তি সকাল-সকাল গিয়েছিলেন শৌচালয়ে। আর তারপরই বিপত্তি।
উনি শৌচালয়ে বসেন। আর তারপরও তীব্র যন্ত্রণা অনুভব করেন। মনে হয়, কোনও কিছু যেন কাপড়ে দিয়েছে। যন্ত্রনায় কাতরাতে থাকেন তিনি। আর এরপর তিনি যে দৃশ্য দেখেন, তা কল্পনাও করা যায়নি।
Python Traverses Toilet Plumbing To Emerge From Loo And Bite Neighbor's Genitalshttps://t.co/gEwHL3Umkw pic.twitter.com/rO9136Nfpl
— IFLScience (@IFLScience) July 6, 2021
তাঁর নজরে আসে শৌচালয় থেকে বেরিয়ে যাচ্ছে ৫ ফুটের বেশি লম্বা অ্যালবিনো রেটিকুলেটেড পাইথন। আর ওই ঘটনা নিয়ে হইহই পড়ে যায়।
তবে সমস্যা অন্য জায়গায়। সাপ তাকে কামড়েছে বা তাঁর শৌচালয় যেতে কোনও সমস্যা নেই। সেই সাপটা এল কোথা থেকে, এই প্রশ্ন সবার মাথায় ঘুরে বেড়াচ্ছে।
খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ এবং বন দফতরের কর্মীরা। তাঁরা সাপটিকে ধরে ফেলেন। এরপর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তখন তারা জানতে পারে, ওই প্রবীণ ব্যক্তির এক যুবক প্রতিবেসী রয়েছেন।
তাঁর বয়স ২৪ বছর। আর তাঁর সংগ্রহে রয়েছে এ রকমের ১১টি সাপ। আর তার মধ্যে থেকেই একটি কোনও ভাবে পালিয়ে গিয়েছে। এবং তারপর সেখান থেকে পৌঁছে গিয়েছিল ওই ব্যক্তির বাড়িতে।
ওই যুবকের কাছে যে সাপ রয়েছে, তার মধ্যে সব ক'টি বিষাক্ত নয়। তবে এরপর ও অনেক প্রশ্ন উঠছে। এর মধ্যে একটি হল, অজগরের মতো অলস এবং ধীরেসুস্থে চলা প্রাণী কী করে সেখানে পৌঁছল। তবে অনেকে মনে করছেন অ্যালবিনো রেটিকুলেটেড পাইথনটি নালার পাইপের মাধ্য়মে সেখানে পৌঁছে গিয়েছিল। আর সেখান থেকেই কোনও ভাবে শৌচালয়ে পৌঁছে গিয়েছিল।