scorecardresearch
 
Advertisement
ভাইরাল

'লিভিং ডাইনোসর'! রক্তখেকো রহস্যময় প্রাণীটির আবার হদিশ মিলল ২০ বছর পর

মিলল
  • 1/10

২০ বছর ধরে অনুসন্ধান চালানোর পরে হদিশ মিলল প্রাগৈতিহাসিক যুগের এক প্রাণীর। অস্ট্রেলিয়ার একটি জলাশয়ে এই ধরণের প্রাণীর হদিশ পাওয়া যায়। (সব ছবি- গেটিইমেজেস)

রিভার
  • 2/10

অস্ট্রেলিয়ার মার্গারেট রিভার শহরে বসবাসকারী ট্যুর গাইড এবং মার্গারেট রিভার ডিসকভারি কোম্পানির প্রধান শন ব্লকসিস স্থানীয় লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রাণীটিকে খুঁজে পান।
 

আগে
  • 3/10

এই প্রাণীটির নাম ল্যামপ্রেস। মনে করা হয় এই প্রাণীটি লক্ষ লক্ষ বছর আগে থেকেই পৃথিবীতে রয়েছে।

Advertisement
একে
  • 4/10

বিভিন্ন প্রাণীদের রক্ত পান করে বেঁচে থাকে জীবটি। কেউ কেউ একে ভ্যাম্পায়ার ফিশও বলে।

প্রজাতি
  • 5/10

তবে মানবদেহে এটি কোনও ক্ষতি করে না। বিশ্বজুড়ে অনেক ধরণের ল্যামপ্রেস পাওয়া যায়। এর কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে। 

ধরে
  • 6/10

শন ব্লকসিস বলেছেন যে তারা গত ২০ বছর ধরে এই প্রাণীটির সন্ধান করছেন। এ নিয়ে অনেক গল্প শুনেছেন। শন বলেন, একটি জলপ্রপাতে তিনি এমন ছয়টি প্রাণীকে খুঁজে পেয়েছেন।

থাকা
  • 7/10

তিনি জানান, ঝরনার জলে লম্বা নীল রংয়ের প্রথমে তিনি এই প্রাণীটিকে দেখতে পান। তাঁর সঙ্গে থাকা বাকিরাও অবাক হয়ে যান।
 

Advertisement
দিকে
  • 8/10

জানা গিয়েছে, এই প্রাণিটি প্রথমে মিষ্টি জলে থাকে। পরে সমুদ্রে ফিরে যায়। পরে নদীর দিকে ফিরে আসে। 
 

মেশায়
  • 9/10

অস্ট্রেলিয়ার এই জীবের হদিশ মেশায় খুশিতে জীববিজ্ঞানীরা। এই প্রাণীকে নিয়ে পরীক্ষা চালালে প্রাগৈতিহাসিক যুগের অনেক রহস্যে সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

সেই
  • 10/10

তবে অস্ট্রেলিয়া ছাড়া পৃথিবীর আর অন্য কোথাও এই প্রাণীর অস্বিত্ব রয়েছে কিনা, সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Advertisement