scorecardresearch
 
Advertisement
ভাইরাল

বাহারি গোঁফ-দাড়ির বিচিত্র প্রতিযোগিতার একঝাঁক ছবি ভাইরাল নেট দুনিয়ায়

German Moustache and Beard Championships 2021: বাহারি গোঁফ-দাড়ির বিচিত্র প্রতিযোগিতা
  • 1/8

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল জার্মান মুস্টাচে অ্যান্ড বেয়ার্ড চ্যাম্পিয়নশিপস ২০২১ (German Moustache and Beard Championships 2021)। জার্মানি নেদারল্যান্ডস, ইতালি, সুইৎজারল্যান্ড, অস্ট্রিয়া ও ইজরায়েল থেকে বহু মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে এসেছিলেন।

German Moustache and Beard Championships 2021: বাহারি গোঁফ-দাড়ির বিচিত্র প্রতিযোগিতা
  • 2/8

এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য দেশ বিদেশের প্রতিযোগীরা জার্মানিতে ছুটে এসেছিলেন তাঁদের সুন্দর, সাজানো, বড় গোঁফ আর দাড়ি নিয়ে। এই প্রতিযোগিতা এঁদের মধ্যে কার গোঁফ আর দাড়ি সেরা, তা গোটা বিশ্বের সামনে ঘোষণা করে।

German Moustache and Beard Championships 2021: বাহারি গোঁফ-দাড়ির বিচিত্র প্রতিযোগিতা
  • 3/8

এই প্রতিযোগিতাটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর এজিং অ্যাম জে-তে হয়েছিল। এখানে ছুটে আসা দেশ বিদেশের কয়েকশো মানুষ এই প্রতিযোগিতাটি খুব উপভোগ করেছিলেন। এই প্রতিযোগিতায় প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নেন।

Advertisement
German Moustache and Beard Championships 2021: বাহারি গোঁফ-দাড়ির বিচিত্র প্রতিযোগিতা
  • 4/8

অস্ট্রিয়ার বাসিন্দা নরবার্ট ডপও জার্মান মুস্টাচে অ্যান্ড বেয়ার্ড চ্যাম্পিয়নশিপস ২০২১ (German Moustache and Beard Championships 2021)-এর জন্য এসেছেন। তাঁর গোঁফ আর দাড়ির বাহার নিয়ে এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি চর্চা হয়েছে।

German Moustache and Beard Championships 2021: বাহারি গোঁফ-দাড়ির বিচিত্র প্রতিযোগিতা
  • 5/8

স্বাভাবিক ভাবে ছাঁটা গোঁফ, বাহারি চাঁদের মতো দাড়ি— এমনই বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আসর বসেছিল এখানে। যাঁরা চুলে কোনও জেল ইত্যাদি কিছুই লাগান না, তাঁদের মধ্যেও পৃথক প্রতিযোগিতার আয়োজন ছিল।

German Moustache and Beard Championships 2021: বাহারি গোঁফ-দাড়ির বিচিত্র প্রতিযোগিতা
  • 6/8

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির ইস্ট ব্যাভারিয়ান মুস্টাচে অ্যান্ড বেয়ার্ড ক্লাব এই ম্যাচটি পরিচালনা করে। এর প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ফেইচ জানান, দাড়ির যত্ন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি পরীক্ষা করার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

German Moustache and Beard Championships 2021: বাহারি গোঁফ-দাড়ির বিচিত্র প্রতিযোগিতা
  • 7/8

যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। তবে চ্যাম্পিয়নশিপ জিততে হলে অংশগ্রহণকারীকে অবশ্যই জার্মান ব্যাভারিয়ান মুস্টাচে অ্যান্ড বেয়ার্ড ক্লাবের সদস্য হতে হবে বা জার্মানির নাগরিক হতে হবে।

Advertisement
German Moustache and Beard Championships 2021: বাহারি গোঁফ-দাড়ির বিচিত্র প্রতিযোগিতা
  • 8/8

বিজয়ী নির্ধারণের জন্য সাত বিচারকের একটি প্যানেল গঠন করা হয়েছিল। যিনি দাড়ি, গোঁফের চুল কাটা ও স্টাইল করতে পারদর্শী ছিলেন এমন সাত বিচারকের দায়িত্ব ছিল বিজয়ী ঘোষণা করা। বিভিন্ন দেশের প্রায় শতাধিক মানুষ এই প্রতিযোগিতায় অংশ নেন।

Advertisement