scorecardresearch
 
Advertisement
খেলা

IPL 2022 Virat Kohli: ম্যাচ শেষে ভগবানের কাছে বিরাট, কী প্রার্থনা? PHOTOS

বিরাট ও আরসিবি
  • 1/8

প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২০তে  নতুন অবতারে সামনে এসেছে। তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন এবং তাঁকে ধন্যবাদ দিতে দেখা যাচ্ছে। এটি বুধবারের মোকাবিলার পরে তাকে দেখা দিয়েছে। আসলে আইপিএলে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি পৌঁছে গিয়েছেন তাঁরা। রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবেন তাঁরা।

বিরাট ও আরসিবি
  • 2/8

ম্যাচে বিরাট কোহলির ব্যাট তেমন চলেনি। তবে টি-টোয়েন্টির উপযোগী একটা ছোট্ট ২৫ রানের ইনিংস খেলেছেন। কিন্তু দলের বাকিরা পুষিয়ে দিয়ে ম্যাচে একটা টানটান জয় এনে দিয়েছেন। খেতাব জয়ের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছেন তাঁরা। এখন বেঙ্গালুরুর চ্যাম্পিয়ন হওয়ার জন্য দুটো ম্যাচ জেতা জরুরি এবং ফাইনালে হাতজোড় করে ভগবানের কাছে প্রার্থনা করছেন।

বিরাট ও আরসিবি
  • 3/8

কোহলির কিছু ফটো সামনে এসেছে। যেখানে তিনি হাত জড়ো করে চোখ বন্ধ করে আকাশের দিকে মাথা করে দাঁড়িয়ে রয়েছেন এবং অন্য ছবিগুলিতে তাকে হাত উঠিয়ে আকাশের দিকে দেখতে দেখা যাচ্ছে। কােহলির এই আইপিএল সিজন ভালো যায়নি।

Advertisement
বিরাট ও আরসিবি
  • 4/8

বিরাট কোহলির টিম বেঙ্গালুরু এখন কোয়ালিফায়ার টু-র মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। এই ম্যাচ ২৭ মে রাজস্থান রয়েলস এর বিরুদ্ধে হবে। জয়ী দল সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। তারা আগেই পৌঁছে গিয়েছে।

বিরাট ও আরসিবি
  • 5/8

বিরাট কোহলি এখনও পর্যন্ত এই সিজনের ১৫ টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে ৩০.৮৬ গড়ে ৩১৪ রান করেছেন কোহলি। শুধু মাত্র দুটি ৫০ করতে পেরেছেন।

বিরাট ও আরসিবি
  • 6/8

যেখানে আইপিএল ক্যারিয়ারে এখনও পর্যন্ত তিনি মোট ২২২ টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে ৩৬ গড়ো ৬৬১৭ রান করে ফেলেছেন। এর মধ্যে পাঁচটি সেঞ্চুরি এবং ৪৪ টি অর্ধশতক রয়েছে।
 

বিরাট ও আরসিবি
  • 7/8

এদিনের মোকাবিলা আরসিবি টস হেরে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ২১৭ রান করে। রজত পাতিদার ৫৪ বলে ১১২ রানের ইনিংস খেলেন। যখন ৬ উইকেট হারিয়ে ১৯৩ করতে পেরেছেন। 

Advertisement
বিরাট ও আরসিবি
  • 8/8

সমস্ত ফটো ক্রেডিটঃ আট আইপিএল

Advertisement