বয়স মাত্র ২৪ বছর। আর এই বয়সেই ২১ জন সন্তানের মা এক যুবতী। তাঁর নাম ক্রিস্টিন আজটেক (Kristina Ozturk)।
রাশিয়ার ওই যুবতী এই ২১ সন্তানের মা হয়েছেন মাত্র একবছর চার মাসের মধ্যে। তাঁরা জানিয়েছেন, গতবছর মার্চ থেকে এই বছরের জুলাই পর্যন্ত তাঁরা ২১ সন্তানের সারোগেসি বাবা-মা হয়েছেন।
ক্রিস্টিনা আজটেক আসলে জর্জিয়ার গৈলপের স্ত্রী। গৈলপ কোটিপতি। তাই সন্তান প্রতিপালনেও তাঁদের কোনও সমস্যা হচ্ছে না। বরং তাঁরা বেশ খুশি।
ডেইলি মেলে এই খবর প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন আগেই। আর তারপর থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল এই দম্পতির কথা।
সন্তানদের খেয়াল রাখার জন্য কী করছেন ওই দম্পতি। তাঁরা বাচ্চাদের খেয়াল রাখার জন্য ১৫ জনেরও বেশি আয়া রেখেছেন।
সারোগেসির মাধ্যমে ২১ সন্তান নিলেও ওই দম্পতির আগে থেকে ২ সন্তান রয়েছে। অর্থাৎ তাঁরা এখন ২৩ সন্তানের মা-বাবা।
এতগুলো সন্তান কেন নিলেন? উত্তরে Kristina Ozturk জানান, তাঁদের দুজনেরই ইচ্ছে ছিল এতগুলো সন্তান নেওয়ার। সেই কারণে তাঁরা সিদ্ধান্ত নিয়েই ২৩ সন্তান পালন করছেন।
কিন্তু, এতজনের খেয়াল রাখাও তো মুখের কথা নয়। কারণ কারও বয়স ১১ মাস, কারও ১৩, ১৪ বা ১৫। এই নিয়ে Kristina Ozturk বলেন, তাঁর বাচ্চার সংখ্যা বেশি। সেই কারণে প্রতিদিন তাঁকে পরিকল্পনা করতে হয়।
চিকিৎসক, আয়াদের সঙ্গে কথা বলতে হয়। নিজে কেনাকাটাও করেন মাঝে মাঝে। সব মিলিয়ে বেশ ব্যস্তই থাকেন তিনি।
ইনস্টাগ্রাম পেজে বাচ্চাদের ছবি আপলোড করে থাকেন Kristina Ozturk। বাচ্চাদের ছবিতে মিষ্টি কমেন্ট করেন নেটিজেনরাও।