Hooghly Doctor's Chocolate: চকোলেট শিশুদের অত্যন্ত প্রিয় জিনিসগুলির একটি। তবে সেই জিনিস নিয়েই আতঙ্ক তৈরি হয়েছে হুগলিতে।
অবিকল ইঞ্জেকশনের সিরিঞ্জে ভরা তরল ডক্টরস চকোলেট অবাধ বিকোচ্ছে হুগলি (Hooghly)-র বিভিন্ন দোকানে।
করোনা (Corona) অতিমারীর তৃতীয় ঢেউ আশঙ্কায় দিন গুনছে দেশ এবং বিশ্ববাসী। সেই আবহে এই সিরিঞ্জে ভরা এই চকোলেট শিশুদের পক্ষে কতটা নিরাপদ?
তবে এই পদ্ধতিতে চকলেট খাওয়া নিয়ে আতঙ্ক তৈরি হয়ছে। কারণ, সিরিঞ্জের পিস্টনে জোরে চাপ দিলে ওই তরল চকোলেট শিশুর গলার সংবেদনশীল অংশে আটকে বিপদ হতে পারে।
করোনা (Coronavirus) অতিমারী কালে সিরিঞ্জের ভিতরে তরল চকোলেট খোলা বাজারে বিক্রি হওয়ায়, তা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ।
ফলে ফেলে দেওয়া সিরিঞ্জ অসাধু ব্যবসায়ীরা রোগীকে ইঞ্জেকশন দেওয়ার জন্য ব্যবহার করতেই পারেন বলেই দাবি অনেকের।
চুঁচুড়ার শিশুরোগ বিশেষজ্ঞ সত্যনারায়ণ মিত্র জানান, অবিলম্বে সরকারের এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখা উচিত।
কারণ, কারও জানা নেই, এই সিরিঞ্জ একবার ব্যবহার হওয়ার পর তা কোনও দুষ্ট চক্রের হাত ধরে পুনরায় বাজারে ফিরে যাচ্ছে কি না।