scorecardresearch
 
Advertisement
ভাইরাল

নাইট কার্ফু না মানায় বন্ধ করিয়েছিলেন বিয়ে, জেলাশাসককে নিয়ে ছড়াচ্ছে মিম

ত্রিপুরার জেলাশাসকের
  • 1/5

ত্রিপুরার জেলাশাসকের কীর্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নাইট কার্ফুর সময়ে বিয়ে বাড়িতে গিয়ে যা করেছেন উনি তা ঘিরে কার্যত দ্বিধাবিভক্ত নেটিজেনরা। এবার সোশ্যাল মিডিয়ায় এই কাণ্ড ঘিরে ছড়াচ্ছে বিভিন্ন মিম। 

করোনার মধ্যে বিয়ে বাড়ি
  • 2/5

করোনার মধ্যে বিয়ে বাড়ি। তারপরে প্রয়োজনের তুলনায় বেশি অতিথিদের ভিড়। অনেকের মুখে নেই মাস্ক। তারপরেই হাজির হন জেলাশাসক। বিয়ে বাড়ি থেকেই একাধিক জনতে পুলিশকে দিয়ে তুলে নিয়ে আসেন তিনি।  সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ওই জেলাশাসকের নাম শৈলেশ যাদব।
 

জেলাশাসক সেখানে
  • 3/5

জেলাশাসক সেখানে গিয়ে কার্যত ক্লাস নিলেন সবার। প্রথমে বিয়েবাড়ির সদস্যদের তীব্র ভাষায় ভৎর্সনা করেন। সেখান থেকে ব্যান্ডপার্টি ও পুরোহিতকে তাড়িয়ে দেন। কর্তব্যরত পুলিশ আধিকারিকদেরও তীব্র ভৎর্সনা করেন তিনি।শৈলেশ যাদব এতোটাই রেগে গিয়েছিলেন যে স্থানীয় ওসিকে সাসপেন্ড করার হুমকিও দেন। বরকেও গ্রেফতার থানায় মাঝরাতে নিয়ে আসা হয়। 

Advertisement
ওই পরিবার যখন বিয়ের
  • 4/5

ওই পরিবার যখন বিয়ের অনুমতি পত্র দেখায়। জেলাশাসক সেটা ছিড়ে দেন। পাশাপাশি পুরোহিতের গায়েও হাত দেন বলে অভিযোগ।  জেলাশাসক শৈলেশ যাদব পূর্ব আগরতলার ওসিকেও সাসপেন্ড করার জন্য চিঠি দেন। কিন্তু ওনার কাণ্ড ভাইরাল হওয়ার পরে প্রবল নিন্দার মুখে পড়েন তিনি। শেষে শোনা যাচ্ছে উনি ক্ষমা চান।

ইতিমধ্যে বেশ কয়েকজন
  • 5/5

ইতিমধ্যে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক ঘটনার তীব্র নিন্দা করেছেন। ৫ বিধায়ক মিলে চিঠিও লিখেছেন। তারা বলেছেন, ওই জেলাশাসকের আচরণ মোটেও শোভনীয় ছিল না।  চিঠিতে বলা হয়েছে, অবিলম্বে মুখ্যসচিবের উচিত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। শৈলেশ যাদব সব সময় একটি বিতর্কিত নাম। কয়েকদিন আগে বিধায়কদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের গায়েও তিনি হাত দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও তার বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে।যদিও এখনও পর্যন্ত ওই জেলাশাসকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

Advertisement