scorecardresearch
 
ভাইরাল

Viral : কমোডে জুস বানিয়ে বন্ধুদের খাওয়ালেন মহিলা, তারপর..

টয়লেটের কমোডে
  • 1/7

টয়লেটের কমোডে তৈরি হচ্ছে জুস। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা বন্ধুদের নিয়ে বাড়িতে পার্টি করছেন। সেখানে বন্ধুদের জুস তিনি বানাচ্ছেন কমোডে।
 

ভিডিওতে দেখা যাচ্ছে
  • 2/7

ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে  ওই মহিলা কমোডের মধ্যে দুটি বড় আইসক্রিম দেন। সঙ্গে অনেক বরফ। এরপরেই বেশ কিছু ক্যান্ডি দেন। ফ্ল্যাশ করার জায়গায় তিনি ঢেলে দেন কোল্ড ড্রিঙ্কস।
 

একটি হাতা নিয়ে
  • 3/7

একটি হাতা নিয়ে এসে ওই মহিলা কমোডের মধ্যে সবকিছু মেশাতে থাকেন। কিছুক্ষণ পরে তিনি বলেন ড্রিঙ্কস তৈরি হয়ে গিয়েছে। সেই সময়ে তার এক বন্ধুকে তিনি বিষয়টি দেখাচ্ছিলেন।
 

এরপরেই ওই মহিলা
  • 4/7

এরপরেই ওই মহিলা, বন্ধুদের ড্রিঙ্ক খাওয়াতে যান। কিন্তু কোনও একপ্রকার গন্ধে বন্ধুদের সন্দেহ হয়। ঘরে ঢুকতেই তারা দেখেন কমোডের মধ্যে তৈরি হয়েছে এই ড্রিঙ্কস। এক বন্ধু ড্রিঙ্কস কমোডের মধ্যে ফেলে দেন।

তাঁর বন্ধুরা পরে
  • 5/7

তাঁর বন্ধুরা পরে কী করেছেন, সেটা আর ভিডিওতে নেই। তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। ওই মহিলার এমন কাজে হতবাক সকলে।

তবে ওই কমোডটি
  • 6/7

তবে ওই কমোডটি আদৌ শৌচকর্মের জন্য ব্যবহার হয় কিনা, তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ ওই কমোড ঘরের বারান্দার একপাশে ছিল। ফলে প্রকাশ্যে থাকা কোনও কমোড আদৌ ব্যবহার হত না।
 

ভিডিও দেখে হতবাক
  • 7/7

ভিডিও দেখে হতবাক নেটিজেনরা। টেস্ট কেমন হবে, সেই বিষয়ে না। অনেকে বলছেন, কমোডে তৈরি ড্রিঙ্কস কী খাচ্ছেন সবাই?