scorecardresearch
 
Advertisement
ভাইরাল

PHOTOS : PV Sindhu-র জন্য 'থর' চাইলেন ভক্ত, আনন্দ মহিন্দ্রার সরস জবাব!

Tokyo Olympics PV Sindhu wins bronze Ananda Mahindra gives reply on twitter to a user who demands Thar for indian shuttler abk one
  • 1/8

ইতিহাস লিখেছেন পি ভি সিন্ধু (PV Sindhu)। তিনি টোকিও অলিম্পক্সে ব্রোঞ্জ পেয়েছেন। আর এর পর থেকে তাঁকে শুভেচ্ছা জানানোর বন্যা বয়ে গিয়েছে যেন। সোশাল মিডিয়া ভাসছে শুভেচ্ছা এবং অভিনন্দন-বার্তায়।

Tokyo Olympics PV Sindhu wins bronze Ananda Mahindra gives reply on twitter to a user who demands Thar for indian shuttler abk two
  • 2/8

তাঁকে (PV Sindhu) যাঁরা যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তবে এর মাঝে এক টুইট ব্যবহারকারী শিল্পোদ্যোগী আনন্দ মহিন্দ্রা (Ananda Mahindra)-র কাছ থেকে আজব দাবি করেন। তিনিও সাড়া দিয়েছেন।

Tokyo Olympics PV Sindhu wins bronze Ananda Mahindra gives reply on twitter to a user who demands Thar for indian shuttler abk three
  • 3/8

সিন্ধু (PV Sindhu) চীনের খেলোয়াড়কে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন। আর তারপর এক টুইট ব্যবহারকারী দাবি তুলেছেন, সিন্ধুর থর গাড়ি পাওয়া উচিত। ওই গাড়ি তৈরি করে মহিন্দ্রা। এর আগেও অলিম্পিক্সে সিন্ধু (PV Sindhu) পদক জিতেছেন। রিও অলিম্পিক্সে তিনি পেয়েছিলেন রুপো।
 

Advertisement
Tokyo Olympics PV Sindhu wins bronze Ananda Mahindra gives reply on twitter to a user who demands Thar for indian shuttler abk four
  • 4/8

ওই টুইট ব্যবহারীকে দাবি তুলেছেন, সিন্ধু ইতিহাস তৈরি করেছেন। আর তাই ওই ঐতিহাসিক ঘটনার জন্য তাঁকে মহিন্দ্রা থর দিয়ে সম্মান জানানো দরকার। বাডেবালে নামে এক ব্যক্তি ওই টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, "উনি তাঁর খেলার জন্য থর পাওয়ার দাবিদার"

Tokyo Olympics PV Sindhu wins bronze Ananda Mahindra gives reply on twitter to a user who demands Thar for indian shuttler abk five
  • 5/8

আনন্দ মহিন্দ্রা (Ananda Mahindra) ওই টুইট দেখেন। আর তিনি জবাবও দেন। তিনি জানান, পি ভি সিন্ধুর গ্য়ারেজে ইতিমধ্যে একটি থর গাড়ি রয়েছে। 

Tokyo Olympics PV Sindhu wins bronze Ananda Mahindra gives reply on twitter to a user who demands Thar for indian shuttler abk six
  • 6/8

আর এরপর তিনি একটি ছবি শেয়ার করেন। সেটা ২০১৬ সালের। যেখানে দেখা যাচ্ছে, পি ভি সিন্ধু (PV Sindhu) এবং সাক্ষী মালিককে লাল রঙের গাড়িতে চড়তে দেখা যাচ্ছে। আর আনন্দ মহিন্দ্রা (Ananda Mahindra)-র টুইট, ওঁর গাড়িতে আগে থেকেই একটি রয়েছে।

Tokyo Olympics PV Sindhu wins bronze Ananda Mahindra gives reply on twitter to a user who demands Thar for indian shuttler abk seven
  • 7/8

ঘটনা হল, পি ভি সিন্ধু এবং আর সাক্ষী মালিক ২০১৬ সালের রিও অলিম্পিক্সে পদক পেয়েছিলেন। আর তারপর আনন্দ মহিন্দ্রা ঘোষণা করেন, তাঁর সংস্থা এক নতুন এসইউভি দেবে। ওই অলিম্পিক্সে সিন্ধু (PV Sindhu) পেয়েছিলেন রুপো আর সাক্ষী ব্রোঞ্জ পদক পেয়েছিলেন।

Advertisement
Tokyo Olympics PV Sindhu wins bronze Ananda Mahindra gives reply on twitter to a user who demands Thar for indian shuttler abk eight
  • 8/8

আনন্দ মহিন্দ্রা (Ananda Mahindra) আরও একটি টুইট করেন। আর সেখানে তিনি সিন্ধুকে অভিনন্দন জানান। প্রশংসা করেন। সেখানে তিনি বলেন, "মানসিক শক্তির জন্য যদি কোনও পদত থেকে থাকত, তা হলে পোডিয়ামে সবার ওপরে থাকতেন সিন্ধু (PV Sindhu)। খালি একবার ভাবুন হেরে যাওয়ার পরও ওপরে ওটার জন্য কতটা মানসিক জোর থাকা দরকার। আপনি আমাদের কাছে এখনও সোনার মেয়ে।"

Advertisement