পঞ্জাবের অমৃতসরে (Punjab Amritsar) পুলিশের সামনে এক চাঞ্চল্যকর ঘটনা। একটি শিশুকে নিয়ে বিবাদ ২ মহিলার মধ্যে। দুই মহিলার মধ্যে ১ জন ওই শিশুটিকে জন্ম দিয়েছেন, অপরজন তার লালনপালন করেছেন। কেউই শিশুটির অধিকার ছাড়তে রাজি নন। বিষয়টি আলোচনার মাধ্যমে মেটাবার চেষ্টা করছে পুলিশ। (প্রতীকী ছবি-গেটি)
শিশুটির দুই মা-কে নিয়ে রীতিমতো বিভ্রান্ত পুলিশও। শিশুটিকে যে মহিলা জন্ম দিয়েছেন তাঁর নাম বেবি। পুলিশ জানাচ্ছে, বেবি আগেও ২ কন্যা সন্তানের জন্য দেন। তারপর তৃতীয়বার মেয়ে হওয়ার পর তানিয়া নামে বেবির এক প্রতিবেশী কিছুদিনের জন্য শিশুটিকে দত্তক নেন।
এবার মেয়েকে ফেরত চাইছেন বেবি। কিন্তু তানিয়ার বক্তব্য, তিনি ওই শিশুটিকে এক মাস নিজের কাছে রেখেছেন, শিশুটিকে ভালবেসে ফেলেছেন। তাই তাকে আর ফেরত দিতে চান না। যদিও বেবির অভিযোগ, মেয়েকে ফেরত দেওয়ার জন্য ৩৫ হাজার টাকা দাবি করছে তানিয়া। (প্রতীকী ছবি-গেটি)
বেবি পুলিশকে জানিয়েছেন, তাঁর তৃতীয় মেয়ে হওয়ার পর তানিয়ার স্বামী শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। সেই সময় তানিয়ার স্বামী জানিয়েছিলেন, তাঁদের ছোট পরিবার, তাই কিছু সময়ের জন্য শিশুটিকে নিতে চান তাঁরা। (প্রতীকী ছবি-গেটি)
বেবি আরও জানান, যেহেতু তাঁর আরও দুটি ছোট মেয়ে রয়েছে, তাদেরকেও দেখাশোনা করতে হয়। এই পরিস্থিতিতে কিছুদিনের জন্য তৃতীয় সন্তানটিকে প্রতিবেশীদের দিলে তাঁর কিছুটা সুবিধা হতে পারে, এই ভেবেই তিনি দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ১০ দিন পর যখন তিনি মেয়েকে দেখতে যান তখন তাঁকে দেখতে দেওয়া হয়নি। এমনকী এখন মেয়েকে ফেরত দিতেও চাইছেন না তাঁরা। (প্রতীকী ছবি-গেটি)