Advertisement
ভাইরাল

১২ তলার ব্যালকনি থেকে পড়ল দু'বছরের শিশু, ক্যাচ নিলেন ডেলিভারি বয়! Video ভাইরাল

অপেক্ষা
  • 1/5

জিনিস ডেলিভারির জন্য দাঁড়িয়ে ছিলেন ওই ডেলিভারি বয়। নিজের ট্রাকে অপেক্ষা করছিলেন তিনি।

শিশুর দেখা
  • 2/5

আর তখনই তিনি শিশুটিকে ধরার জন্য বাইরে চলে আসেন। শিশুটি তখন ঝুলঝিল। তা দেখতে পান তিনি।

কোলে শিশু
  • 3/5

কোনও ভুল করেননি তিনি। জানান, শিশুটি আমার কোলেই এসে পড়ে।

Advertisement
অসাধারণ ক্য়াচ
  • 4/5

৩১ বছরের ওই ডেলিভারি বয়ের নাম ন্গুয়েন নাঙ্গাস। তিনি আরও জানান, এক ক্রেতার মালি পৌঁছে দিতে এসেছিলেন। আর তাই সেখানে অপেক্ষা করছিলেন। শিশুটিকে ঝুলন্ত অবস্থায় দেখে তড়িঘড়ি সেখানে পৌঁছে যান।

সকলের প্রশংসা
  • 5/5

১৬৪ ফুট ওপর থেকে শিশুটি পড়ে যায়। তবে সব ভাল যার শেষ ভাল।

Advertisement