Advertisement
ভাইরাল

Olympics-এর প্রতিযোগী না হয়েও ভাইরাল এই সুন্দরী; কেন জানেন?

  • 1/6

অলিম্পিক্সে অংশগ্রহণকারী অনেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল হন। কেউ হন সৌন্দর্যের জন্য আবার কেউ ভালো পারফর্মেন্সের জন্য। কিন্তু, সম্প্রতি সামনে এসেছে এমন এক ঘটনা যা চমকে দেওয়ার মতো। অলিম্পিক্সে অংশ না নিয়েও ভাইরাল হয়েছেন এক যুবতী। 

  • 2/6

ওই যুবতীর নাম Tzuyu। কেউ বলছেন ওই যুবতী চিনের আবার কারও মতে তাইওয়ানের। এও শোনা যাচ্ছে তিনি নাকি একজন তিরন্দাজ। এমন গুজব ছড়ানোর পিছনে কারণও রয়েছে। 

  • 3/6

সোশাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে Tzuyu-কে তির হাতে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই নেটিজেনরা ভেবে বসেছেন ওই যুবতী অলিপিক্সে অংশ নিয়েছেন। 

Advertisement
  • 4/6

তবে মজার বিষয় হল ওই যুবতী আদৌ তিরন্দাজি নন। তিনি একজন আইডল। আর এই সত্যটি সামনে আনেন ব্রাজিলের এক সাংবাদিক। আসলে ওই সাংবাদিকের কাছেও Tzuyu-এর ভাইরাল হওয়া ভিডিও গিয়েছিল। তারপরই তিনি টুইট করেন। 

  • 5/6

 টুইটবার্তায় ব্রাজিলের ওই সাংবাদিক জানান, Tzuyu একজন আইডল। তিনি আইডল স্টার অ্যাথলেটিক্সে অংশ নিয়েছিলেন। আর যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটিও ওই অনুষ্ঠানেরই। 

  • 6/6

ওই সাংবাদিক আরও জানিয়েছেন, Tzuyu-র যে ভিডিও সোশাল মিডিয়ায় ছড়াচ্ছে তা আসলে ২০১৯ সালের। আর Tzuyu পেশায় একজন গায়িকা। 
 

Advertisement