Advertisement
ভাইরাল

মাত্র ৫৮ মিনিটে ৪৬ পদ রান্না! বিশ্ব রেকর্ড বছর দশেকের কিশোরীর

  • 1/5

মাত্র ৫৮ মিনিটের মধ্যে ৪৬ পদ রান্না! এই অসাধ্য-সাধন করার ফলে বিশ্ব রেকর্ডে নাম তুলল চেন্নাইয়ের বছর দশেকের কিশোরী লক্ষ্মী সাই শ্রী। 

  • 2/5

এর আগে এই রেকর্ড ছিল কেরালার সানভি নামের এক কিশোরীর দখলে। সে এক ঘণ্টায় ৩০টি পদ তৈরি করেছিল।

  • 3/5

এই রেকর্ডের খবর জানার পর থেকেই লক্ষ্মীর বাবা এই রেকর্ড ভাঙার জন্য মেয়েকে তৈরি করতে থাকেন। শেষমেশ বাবা-মেয়ের পরিশ্রম সার্থক হল। যদিও লক্ষ্মীর রান্নার হাতেখড়ি মায়ের কাছেই।

Advertisement
  • 4/5

রান্নার প্রতি আগ্রহ তার আরও ছোট থেকেই ছিল। তবে বাবার কাছে রেকর্ডের খবরে সেই রেকর্ড ভাঙার জেদ চেপে যায় লক্ষ্মীর। লকডাউনের সময় বাড়িতে তামিলনাড়ুর নানা ঐতিহ্যবাহী খাবারের পদ রান্না করা শিখতে শুরু করে লক্ষ্মী।

  • 5/5

বাবার উৎসাহে আর মায়ের সহযোগিতায় মাত্র ৫৮ মিনিটের মধ্যে ৪৬ পদ রান্না করে UNICO Book of World Records-এ নাম তুলে ফেলল ছোট্ট মেয়ে লক্ষ্মী।

Advertisement