scorecardresearch
 
Advertisement
বিশ্ব

এযেন একেবারে Turtle Tsunami! হাজার হাজার কচ্ছপ দল বেঁধে নদীর চরে

Turtle Tsunami
  • 1/8

এ যেন কচ্ছপের সুনামি! ব্রাজিলের আবুফারি বায়ালজিক্যাল রিজার্ভে একসঙ্গে ৭১,০০০ কচ্ছপের জন্ম হয়েছে। তবে এখনও ২১,০০০টি ডিম ফোটা বাকি আছে। 
 

Turtle Tsunami
  • 2/8

উপর থেকে দেখলে মনে হবে যেন একটা কচ্ছপের ঢেউ আছড়ে পড়ছে নদীর জলে। এমনই একাধিক  ভিডিয়ো এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
 

Turtle Tsunami
  • 3/8

মানুষের অনিয়ন্ত্রিত কচ্ছপ স্বীকারের কারণে দক্ষিণ আমেরিকান নদীগুলিতে এতদিন  কচ্ছপ বিলুপ্তপ্রায় ছিল। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। কচ্ছপ প্রজননের সিদ্ধান্ত নেওয়া হয়। 
 

Advertisement
Turtle Tsunami
  • 4/8

ব্রাজিলে আমাজনের এক উপনদী পুরুসের তীরে এই জায়েন্ট রিভার টার্টলগুলির জন্ম হয়েছে। 
 

Turtle Tsunami
  • 5/8

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি (WCS) নামের এক বেসরকারি সংস্থা কচ্ছপদের এই ভিডিও ও ছবি প্রকাশ করেছে।

Turtle Tsunami
  • 6/8

কিন্তু এত কচ্ছপ একসঙ্গে জন্ম নেবে তা হয়তো ভাবেননি বিশেষজ্ঞরা। ফলে এবার নতুন চিন্তা শুরু হয়েছে। এখন যাতে কচ্ছপের ডিম বা মাংসের পাচার না হওয়া, তারজন্য কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Turtle Tsunami
  • 7/8

জায়েন্ট সাউথ আমেরিকান রিভার টার্টলের  এক জোড়া  সাধারণত একবারে ৮০ থেকে ১২০ টি ডিম দেয়। এই ডিম থেকে ৬০ দিন পরে বাচ্চা কচ্ছপগুলি বেরিয়ে আসতে শুরু করে। 
 

Advertisement
Turtle Tsunami
  • 8/8

জায়ান্ট দক্ষিণ আমেরিকান টার্টলসের বাচ্চারা দাঁত দিয়ে ডিম ভেঙে বেরিয়ে যায়। তারা সৈকতে পৌঁছাতে প্রায় এক সপ্তাহ সময় নেয়।  সাধারণত এই কচ্ছপগুলি বেশিরভাগ দল করে যায়। পূর্ণ বয়স্কে, এই কচ্ছপগুলির দৈর্ঘ্য ৩.৫ ফুট হয়। তাদের ওজন ৯০ কেজি পর্যন্ত হতে পারে।

Advertisement