scorecardresearch
 
Advertisement
ভাইরাল

PHOTOS : কাজে ক্ষুব্ধ গ্রামবাসী, ময়লা জলে হাঁটালেন MLA-কে

Uttar Pradesh Hapur Garhmukteshwar angry people forced local mla to walk in dirty water abk one
  • 1/6

বলা হয়, ভোটের সময় নেতা প্রতিশ্রুতি দিন। আর  ভোট মিটলেই তারা উধাও হয়ে যান। তারপর তা পূরণ করেন না। নেতার দেখা পাওয়া যায় না। ফের ভোটের আগে তাদের দেখা পাওয়া যায়। এ নিয়ে কম রসিকতা করা হয়নি বা এখনও হয়। তবে এটাও সত্যি ভোটে জেতার পর অনেকেই আর নিজের কেন্দ্রে যান না। মানুষের অনেক অসুবিধা হয়। তা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। 

Uttar Pradesh Hapur Garhmukteshwar angry people forced local mla to walk in dirty water abk three
  • 2/6

বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের ওপর ক্ষোভের বহিঃপ্রকাশের ঘটনার কথা আমরা জানতে পারি। তবে উত্তরপ্রদেশে যা হল, তা যেন অভিনব সে কথা বলার অপেক্ষা রাখে না। কেন অভিনব বলা হচ্ছে, তা গোটা ঘটনার কথা জানতে পারলেই বোঝা যাবে।

Uttar Pradesh Hapur Garhmukteshwar angry people forced local mla to walk in dirty water abk five
  • 3/6

উত্তরপ্রদেশের হাপুড়ের গড়মুক্তেশ্বরের ঘটনা। সেখানকার একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ক কমল সিং মালিকের সঙ্গে গ্রামের মানুষের তুমুল কথা কাটাকাটি শুরু হয়েছে।

Advertisement
Uttar Pradesh Hapur Garhmukteshwar angry people forced local mla to walk in dirty water abk six
  • 4/6

আর তারপর যা হল, তা সত্যি অভাবনীয়। তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন গ্রামের মানুষ। তার কারণ রাস্তায় জমে থাকা ময়লা জল। এবার তাদের ক্ষোভের ফলে বিধায়ককে হাঁটতে হল সেই জলে। কোনও অনুরোধ-আর্জি কাজে এল না। গ্রামবাসীদের অভিযোগ, সেখানে উন্নয়নের কোনও কাজই হয়নি। রাস্তা তৈরি হয়নি। আর তাই এই অবস্থা। সেখানে জমে রয়েছে ময়লা জল।

Uttar Pradesh Hapur Garhmukteshwar angry people forced local mla to walk in dirty water abk two
  • 5/6

আর তাই তাঁদের ক্ষোভ আছড়ে পড়ে বিধায়কের ওপর। এবং তাঁকে দু'বার ওই রাস্তার ওপর দিয়ে হাঁটানো হয়। সেখানে উপস্থিত অনেকে ওই ঘটনার ছবি, ভিডিও তোলেন। আর তারপর তা ভাইরাল হয়ে যায়। 

Uttar Pradesh Hapur Garhmukteshwar angry people forced local mla to walk in dirty water abk four
  • 6/6

তবে ওই বিধায়ক এই সব অস্বীকার করেছেন। কমল সিং মালিক দাবি করেন, তিনি তাঁর বিধানসভা এলাকার সব মন্দিরে যাচ্ছিলেন। এটাও তাঁর কাজ। সেগুলির অবস্থা দেখা তাঁর প্রশাসনিক কাজ। তখন গ্রামের প্রধান বলেন, এই জায়গা দিয়ে না গিয়ে পরিষ্কার জায়গা দিয়ে চলুন। তিনি বলেন, তবে আমি বলি, না আমি এখান দিয়েই যাবো। নিজেই সমস্যা দেখতে চাই। জল জমার কারণ কী, তা দেখব। আর ওই ভিডিও আমারই বানানো। বিরোধীরা অকারণ কথা বলছে। এ ব্য়াপারে স্থানীয় কংগ্রেস নেতা সচিব চৌধুরি জানান, বিজেপি আর তাদের বিধায়ক কেমন উন্নয়ন করেছেন, তা দেখা যাচ্ছে। ভিডিওতে সাফ দেখা যাচ্ছে, গ্রামের মানুষ বিধায়ককে উন্নয়ন দেখাচ্ছেন!

Advertisement