scorecardresearch
 
Advertisement
ভাইরাল

পৃথিবীর সবচেয়ে বড় অঙ্কের নোট আনছে ভেনেজুয়েলা

venezuela 1
  • 1/5

ভেনেজুয়েলা একসময় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল। কিন্তু সম্প্রতি মূল্যস্ফীতির হার এত বেশি হয়েছে যে এক কাপ চা বা কফির জন্য প্রচুর নোটের প্রয়োজন হচ্ছে। এই সমস্যা কাটিয়ে উঠছে আরও একটি বিমুদ্রাকরণ করতে চলেছে ভেনেজুয়েলা সরকার। 

venezuela
  • 2/5

ভেনেজুয়েলা ইতালির একটি সংস্থা থেকে ৭১টন নোটবন্দির কাগজ কিনেছে। এই দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক ১ লক্ষ বলিভার নোট বের করতে চলেছে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় অঙ্কের নোট। 

venezuela
  • 3/5

এই এক লক্ষ বলিভার নোটের বিশ্বব্যাপী দাম মাত্র ০.২৩ ডলার। এর অর্থ হল এই টাকায় কেবল ২ কেজি আলু কেনা সম্ভব। 

Advertisement
venezuela
  • 4/5

গত বছরও ভেনেজুয়েলায় মুদ্রাস্ফীতির হার ছিল সর্ব্বোচ্চ। ২০১৯ সালে ৫০ হাজার অঙ্কের বলিভার নোট ছাপিয়েছিল সরকার। 

venezuela
  • 5/5

করোনা অতিমারী এবং তেলের শুল্ক কম হওয়ায়  ভেনেজুয়েলার অর্থনীতি এবছর ২০ শতাংশ সংকুচিত হতে পারে। সেই কারণেই নোট ছাপিয়ে অর্থনীতি ফেরাতে উদ্যোগী হয়েছে সে দেশের সরকার। 

Advertisement