scorecardresearch
 
Advertisement
ভাইরাল

Viral : গান গাইছেন গায়িকা, আচমকা মাথায় টাকার বালতি ঢেলে দিলেন ভক্ত

উর্বশী রাদাদিয়ার মাথায় ঢাল হচ্ছে বালতি ভর্তি টাকা
  • 1/10

গায়িকা উর্বশী রাদাদিয়া একটি অনুষ্ঠানে গান করছিলেন। বসে হারমোনিয়ামে গান করার সময় আশপাশের শ্রোতারা মুগ্ধ হয়ে যান। তবে তার পরিণাম এমন হবে, কে কবে ভাবতে পেরেছিল !

উর্বশী রাদাদিয়ার মাথায় ঢাল হচ্ছে বালতি ভর্তি টাকা
  • 2/10

গায়িকার মাথায়, গায়ে, আগে-পিছে শুধু তাড়াতাড়া নোট। মঞ্চের কোথাও খালি জায়গা নেই। নোটে ভর্তি। থতমত খেয়ে গেলেও গান চালিয়ে যান উর্বশী।

মাথায় টাকার বালতি উপুড়
  • 3/10

নোট বা পয়সার বৃষ্টি হতে আমরা স্বপ্নে দেখি। কিন্তু প্রায় কোনওদিনই ছুঁতে পারি না। কিন্তু যদি এমন ঘটনা বাস্তবে ঘটে, যেখানে পয়সার বৃষ্টি হতে দেখা যাচ্ছে, তাও আবার নিজের মাথায়, তাহলে কী করবেন ?

 

Advertisement
মাথায় টাকার বালতি উপুড়
  • 4/10

এমনই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে গুজরাটের একটি গানের অনুষ্ঠানে। জনপ্রিয় গায়িকা উর্বশী রাদাদিয়া গান গাইছিলেন। কিন্তু সেখানে ঘটে এমন একটি ঘটনা।

মাথায় টাকার বালতি উপুড়
  • 5/10

আচমকা তাঁর পিছন থেকে ছুটে এসে এক ব্যক্তি বালতি করে টাকা নিয়ে মাথায় ঢালতে শুরু করেন। গা বেয়ে টাকা গড়িয়ে পড়লো হারমোনিয়ামের উপর। কিছু টাকা ঢুকে গেল তাঁর জামার ভিতর।

মাথায় টাকার বালতি উপুড়
  • 6/10

মঞ্চ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু টাকা। কেউ কেউ তাঁর উপর এভাবে ভক্তের টাকা বৃষ্টির ভিডিও রেকর্ড করে রেখেছিলেন। সেই ভিডিও পোস্ট হতেই ইন্টারনেট জুড়ে তা ঝড় তুলে দিয়েছে।

মাথায় টাকার বালতি উপুড়
  • 7/10

ইনস্টাগ্রামে নিজের মাথায় টাকার বালতি উপুর করার দৃশ্য ইনস্টাগ্রামে খোদ পোস্ট করেছেন গায়িকা উর্বশী নিজেই। তিনি গোটা বিষয়টি বর্ণনাও করেছেন।

Advertisement
মাথায় টাকার বালতি উপুড়
  • 8/10

উর্বশী গুজরাতের একজন জনপ্রিয় লোকগায়িকা। তাঁর সুমিষ্ট গানের জন্য তাঁকে কাথিয়াওয়ারের কুকুও বলা হয়। উর্বশী বিভিন্ন ধর্মীয় ও ভক্তিমূলক অনুষ্ঠানে গান করেন।

মাথায় টাকার বালতি উপুড়
  • 9/10

তিনি ৬ বছর বয়স থেকে গানের অনুষ্ঠান করেন। তিনি ৩ বছর বয়স থেকে ক্লাসিকাল গানের তালিম নিয়েছেন। তিনি নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি আজ যে জায়গায় রয়েছেন, গানের জন্যই রয়েছেন।

মাথায় টাকার বালতি উপুড়
  • 10/10

গুজরাটের টপ গায়িকার মধ্য়ে তাঁকে হিসেবে ধরা হয়। তাঁর জীবনে IAS হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু পারিবারিক দায়িত্ব পালনে তিনি পড়াশুনো নিয়ে তেমন এগোতে পারেননি। এখন অবশ্য যেভাবে আর্থিক বৃষ্টি হচ্ছে, তাতে তাঁর আক্ষেপ থাকার কথা নয়।

Advertisement