ভূত আছে, নাকি নেই, এই নিয়ে তর্ক, মতবিরোধ দীর্ঘদিনের। তবে ভূত থাকুক বা না থাকুক, ভূতের ভয় কিন্তু অধিকাংশ মানুষের মনেই বাসা বেঁধে আছে।
আমাদের অবচেতন মনে লুকিয়া থাকা ভূতের ভয় পুরনো বাড়ি, ভাঙা পরিত্যক্ত দালান, সমাধিস্থল, শ্মশান দেখলেই জেগে ওঠে, বুকের মধ্যে দুরু দুরু শুরু হয়! কিন্তু তাই বলে থানায় গিয়ে ভূতের নামে নালিশ! সরকারি চাকুরে, মহিলা ইঞ্জিনিয়ারের অভিযোগ শুনে হতবাক পুলিশও।
বিচিত্র এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুলে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক প্রকল্পে বেতুলে কর্মরত মহিলা ইঞ্জিনিয়ার শ্রুতি ঝাদে স্থানীয় থানায় অশরীরী উপদ্রবের লিখিত অভিযোগ করেছেন।
ছবিতে অভিযোগকারী মহিলা ইঞ্জিনিয়ার শ্রুতি ঝাদে।
এই বিচিত্র অভিযোগের প্রেক্ষিতে ঠিক কী ব্যবস্থা নেওয়া উচিত, তা ভেবে কূল পাচ্ছেন না বেতুলে থানার পুলিশ কর্তারাও।
বেতুলে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা রত্নাকর হিংওয়ে জানান, শুক্রবার কোতোয়ালি থানায় এসে এই মহিলা ইঞ্জিনিয়ার একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে দাবি করা হয়েছে, কোনও অদৃশ্য শক্তি বা অশরীরী, যার শুধু পা দেখেছেন ওই মহিলা, কখনও সাদা কখনও কালো পোশাকে তার বাড়িতে এসে তার তৈরি খাবার খেয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তাঁর ঘরের সোনা-গয়না, টাকা-পয়সাও নিয়ে চম্পট দিচ্ছে এই অশরীরী!
গত শুক্রবারের লিখিত অভিযোগ অনুযায়ী, বিগত ৪-৫ দিন ধরে এই উপদ্রব সহ্য করছেন ওই সরকারি মহিলা ইঞ্জিনিয়ার। অশরীরীর উপদ্রব বন্ধ করতে তিনি পুলিশের হস্তক্ষেপ দাবি করেছেন।