মধ্যপ্রদেশের উজ্জয়নীতে মহরম এর মিছিলের অনুমতি না পাওয়া যাওয়াতে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি তুলেছিল কিছু দুষ্কৃতী। যে ঘটনা নিয়ে গরমাগরমি চলছেই।
এই ঘটনায় এখনও পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি এ ঘটনার পরে ৪৫ সেকেন্ড একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে একজন যুবককেই ওই জায়গাতেই তিরঙ্গা ওড়াতে দেখা গিয়েছে। ঠিক যেখানে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি উঠেছিল। সেই জায়গাতেই ভিডিওটি শুট করা হয়েছে।
উজ্জয়িনীর অনিল ধর্মা হিন্দুস্তান জিন্দাবাদ এবং পাকিস্তান মুর্দাবাদ এর ধ্বনি তুলে এই ভিডিওটি শুট করেছেন। তাঁকে ভারতীয় পতাকা ওড়াতে দেখে আরও কিছু লোক জমায়েত হয়ে যায়। সবাই মিলে যখন হিন্দুস্তান জিন্দাবাদ, ভারত জিন্দাবাদের ধ্বনি তুলতে থাকে সোশ্যাল মিডিয়াতে।
৪৫ সেকেন্ডের এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল। উজ্জয়িনী শহরের হিন্দুস্থান জিন্দাবাদ স্লোগান দেখা যাওয়া সেই ৪৫ সেকেন্ডের ভিডিও এখন গোটা দেশের মোবাইল হ্যান্ডসেটের পৌঁছে গিয়েছে। মহরমের দিনের একটি ঘটনার প্রেক্ষিতে এই পাল্টা স্লোগানবাজি বলে জানা গিয়েছে। তবে এই ভিডিও ভাইরাল হতেই প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন অনিলকে।
এরই মধ্যে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যে ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের ঝান্ডা লাগিয়ে ভারতমাতা এবং হিন্দুস্তানের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য লেখেন। অভিযুক্তকে গ্রেফতার করে দেশদ্রোহিতা ধারায় অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।
উজ্জয়িনীর খাড়াকুয়া এলাকায় একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি তোলে। কোনও সময়ে বিভিন্ন বিধিনিষেধের কারণে কোনও রকম জমায়েত এই অনুমতি দেওয়া হচ্ছে না। তাই মহরমের জমায়াতে অনুমতি দেওয়া হয়নিয এই নিয়ে বিক্ষোভ শুরু হয় ওই সম্প্রদায়ের মধ্যে।
সেখানে উপস্থিত লোকেরা জানিয়েছে যে কিছু দুষ্কৃতী মহরমের ঘোড়া বের করার জেদ করতে থাকে। প্রশাসন ঘোড়া বের করার কোনও রকম অনুমতি দেওয়া হবে না বলে পরিষ্কার জানিয়ে দেয়। পুলিশের সঙ্গে বিবাদ বাড়তে থাকে। অনুমতি না পাওয়ার আক্রোশে যুবকেরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শুরু করে। ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে যায়।