scorecardresearch
 
Advertisement
ভাইরাল

Numismatics : বাবর-আকবর ছাড়াও মালদার বিশ্বজিতের 'দখলে' ১৮২ দেশ!

Numismatics from Malda have currencies of 182 countries abk one
  • 1/12

৩৮ বছর ধরে দেশ-বিদেশের মুদ্রা সংগ্রহে ব্যস্ত মালদার বিশ্বজিৎ গুপ্ত।

Numismatics from Malda have currencies of 182 countries abk two
  • 2/12

বাবর-আকবর-টিপু সুলতানের মুদ্রা ছাড়াও ১৮২ দেশের মুদ্রা এখন বিশ্বজিতের দখলে।

Numismatics from Malda have currencies of 182 countries abk three
  • 3/12

করোনা আবহে যখন সারা দেশ উত্তাল, তখন নিজের বাড়িতে বসে আপন মনে দেশ-বিদেশের মুদ্রা সংগ্রহে ব্যস্ত মালদা শহরের মকদমপুরের  বাসিন্দা বিশ্বজিৎ গুপ্ত।

Advertisement
Numismatics from Malda have currencies of 182 countries abk four
  • 4/12

কী নেই তার সংগ্রহশালায় ? এশিয়ার বিভিন্ন দেশ তো বটেই, আমেরিকা, রাশিয়া, আফ্রিকা, আফগানিস্তান সহ মোট ১৮২টি দেশের নোট ও মুদ্রা রয়েছে তাঁর সংগ্রহ। রয়েছে বাবর, টিপু সুলতান, আকবরের মত সম্রাটের আমলে বহু প্রাচীন মুদ্রা।

Numismatics from Malda have currencies of 182 countries abk five
  • 5/12

মালদায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত বিশ্বজিৎ বাবু ১৯৮৩ সাল থেকে এই নেশার সঙ্গে যুক্ত। এই সময় দিল্লিতে বসবাসকারী বিশ্বজিৎবাবুর এক আত্মীয় যতীন্দ্রনাথ দাশগুপ্ত তাকে বেশ কিছু বিদেশী মুদ্রা দিয়ে তার ভেতরে এই নেশা জাগিয়ে তুলেছিলেন।

Numismatics from Malda have currencies of 182 countries abk six
  • 6/12

তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে তিনি এই সমস্ত সংগ্রহকে সমৃদ্ধ করেছেন। কখনও রাজ্যের বাইরে গেলে সেখান থেকেও বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহ করেছেন। কখনও বা তার আত্মীয়-স্বজন বা পরিচিত দেশের বাইরে ঘুরতে গেলে তাঁদের মাধ্যমে সেখানকার মুদ্রা সংগ্রহ করেছেন তিনি।

Numismatics from Malda have currencies of 182 countries abk seven
  • 7/12

এই মুহুর্তে বিশ্বজিৎবাবু সংগ্রহে রয়েছে ১২২৫ সালে টিপু সুলতানের প্রচলিত মুদ্রা, যা লিঙ্গা মুদ্রা নামে প্রচলিত ছিল। এ ছাড়াও ১৫৫৬ খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাবর এবং ১৬০৫ খ্রিস্টাব্দে আকবর প্রচলিত মুদ্রা। আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একাধিক মুদ্রা।

Advertisement
Numismatics from Malda have currencies of 182 countries abk eight
  • 8/12

১৯১৭ সালে প্রবর্তিত ভারতীয় এক টাকার দুর্লভ নোটের সংগ্রহ ও রয়েছে তাঁর কাছে। তাঁর দাবি, এই নোট অল্প কিছুদিনের জন্য ভারতে চালু থাকলেও তা পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয়। এই নোটের মূল্য এক টাকা হলেও, সংগ্রহকারীদের কাছে আজ এই নোটের মূল্য অসীম।

Numismatics from Malda have currencies of 182 countries abk nine
  • 9/12

এ ছাড়াও তার সংগ্রহে রয়েছে ১০০ টাকার এমন একটি নোট জয়েন্টের প্রতিটি নম্বর ১১১। পৃথিবীর বিখ্যাত মনীষীদের জন্মদিনের তারিখ সম্মলিত বিভিন্ন নোটও রয়েছে তার সংগ্রহশালায়।

Numismatics from Malda have currencies of 182 countries abk ten
  • 10/12

বিশ্বজিৎবাবুর কথায়, আমি বিদেশে কোনও দিন ঘুরতে যেতে পারিনি। কিন্তু ভাল লাগে বর্তমানে বিশ্বের ১৮২টি দেশ আমার বাড়িতে বন্দি।
অভিনব এই শখের কারণেই কোনও খোঁজ পেলেই ছুটে যান বিশ্বজিৎবাবু। এছাড়াও আত্মীয়-স্বজন, পরিচিত, জেলার চিকিৎসকরা যখন ভারতের বাইরে যান, এই পাগল সংগ্রাহকের কথা মনে রেখে তাঁরা সঙ্গে করে সেই দেশের নোট নিয়ে এসে বিশ্বজিৎবাবুকে দেন। এভাবেই ধীরে ধীরে দীর্ঘ ৩৮ বছরে সমৃদ্ধ হয়ে উঠেছে এই সংগ্রহশালা।

Numismatics from Malda have currencies of 182 countries abk eleven
  • 11/12

বাবার এই কর্মকান্ডের সাক্ষী বিশ্বজিৎবাবুর একমাত্র মেয়েও। ছোট থেকেই বাবাকে এই সমস্ত কাজকর্ম করতে দেখছে সে। এসব দেখতে দেখতে কখন নিজের অজান্তেই নিজেকে জড়িয়ে ফেলেছে এই বিরাট কর্মকাণ্ডে। এখন ভাল লাগে, অনেক কিছু জানা যায় এই সংগ্রহশালা থেকে। কত দেশ, কত বিচিত্র তাদের মুদ্রা। বাবার সমস্ত সংগ্রহ একটি সংগ্রহশালার মাধ্যমে নতুন প্রজন্মের জন্য সংরক্ষণ করতে চাই বিশ্বজিৎবাবুর মেয়ে সায়ন্তী।

Advertisement
Numismatics from Malda have currencies of 182 countries abk twelve
  • 12/12

এত বড় সংগ্রহ কী করবেন ভবিষ্যতে? উত্তরে এই সংগ্রাহকের বক্তব্য, আগামী প্রজন্মের ছেলেমেয়েদের জন্য এই সমস্ত দুর্লভ জিনিসপত্র আমি একটি সংগ্রহশালা করে সংরক্ষণ করতে চাই। স্কুল-কলেজ ছাড়াও সাধারণ মানুষ যদি এই সংগ্রহের প্রতি নিজেদের আগ্রহ দেখান, জানতে চান দেশ-বিদেশের মুদ্রা ছাড়াও তাদের কথা, তখনই আমার এই সংগ্রহের সার্থকতা।

Advertisement