ডলফিনের সঙ্গে বন্ধুত্ব সেখান থেকে যৌনতা। শুনতে অবাক লাগলে এমনটাই ঘটেছিল। এক মহিলার সঙ্গে ডলফিনের সম্পর্ক যৌনতার রূপ নিয়েছিল। কিন্তু তার পরিণতি হয়েছিল মারাত্মক। (প্রতীকী ছবি)
ডেইলি মেলের প্রতিবেদন অনুসারে ১৯৬০ সালে নাসা একটি প্রজেক্ট শুরু করে। বুদ্ধিমান প্রাণীদের পর্যালোচনা করার জন্য এই প্রজেক্ট শুরু হয়।
সেই বুদ্ধিমান প্রাণীদের তালিকায় ডলফিনদেরও রাখা হয়। ডলফিনদের পর্যালোচনা করার দায়িত্ব দেওয়া হয় ২০ বছর বয়সী মার্গারেটকে। (বাকি সব ছবি প্রতীকী)
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি জলাশয়ে মার্গারেটকে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩টি ডলফিনকেও রাখা হয়। ডলফিনগুলির নাম পিটার, পামেলা ও সিসি।
মার্গারেট জানান, এর মধ্যে সবথেকে বড় ছিল পামেলা। সিসি এবং পামেরা খুবই ভীত এবং লাজুক প্রকৃতির ছিল। সহজে বন্ধুত্ব করতে চাইত না। অন্যদিকে পিটার ছিল একেবারে অন্যরকম। সাহসী ও দুষ্টু স্বভাবের ছিল।
মার্গারেটের সঙ্গে পিটারের ভালো সম্পর্ক তৈরি হয়। মার্গারেট অন্য ডলফিনদের সঙ্গে সময় কাটালে, পিটার হিংসাও করত। একসঙ্গে খেলা থেকে সময় কাটানো, অনেক কিছুই হতো।
মার্গারেট জানান, পিটার তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। বারবার এসে মার্গাটের পায়ের কাছে ঘোরাঘুরি করত। কিন্তু মানুষের সঙ্গে কীভাবে যৌনতা করতে হয় সেটা বুঝতে পারেনি পিটার।
প্রতিবেদনে বলা হয়েছে, দুজন একে অপরকে যৌন আনন্দ দিত। এমন অনেক তথ্য সামনে এসেছে। মার্গারেটের সঙ্গে পিটারের এক গভীর সম্পর্ক তৈরি হয়।