TV Actress Viral Video : হঠাৎ ন্যাড়া হলেন এই জনপ্রিয় অভিনেত্রী, কেন? VIRAL

ওই অভিনত্রীর নাম দীপ্তি ধ্যানি। তিনি অভিনেতা সুরজ থাপারের স্ত্রী। যে ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে তাতে প্রথমে দীপ্তিকে শাড়ি পরে, হাতে ব্যাগ নিয়ে ও মাথার চুলে ফুল লাগানো অবস্থায় দেখা যাচ্ছে দীপ্তিকে। কিন্তু তারপরেই তাঁকে দেখা যাচ্ছে ন্যাড়া মাথায়। যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। 

Advertisement
হঠাৎ ন্যাড়া হলেন এই জনপ্রিয় অভিনেত্রী, কেন? VIRALসুরজ থাপার ও দীপ্তি ধ্যানি
হাইলাইটস
  • তিরুপতিতে ন্যাড়া হলেন অভিনেত্রী
  • স্বামীর অসুস্থতার করেছিলেন মানত
  • ছবি-ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

মহিলাদের কাছে নিজের চুল খুবই প্রিয়। আর সেই চুল রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন ব্যবস্থাও নেন মহিলারা। কিন্তু এবার এক অভিনেত্রী তাঁর সাধের চুল কাটিয়ে একেবারে ন্যাড়া হয়ে গেলেন। আর সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরালও হয়েছে। 

ওই অভিনত্রীর নাম দীপ্তি ধ্যানি। তিনি অভিনেতা সুরজ থাপারের স্ত্রী। যে ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে তাতে প্রথমে দীপ্তিকে শাড়ি পরে, হাতে ব্যাগ নিয়ে ও মাথার চুলে ফুল লাগানো অবস্থায় দেখা যাচ্ছে দীপ্তিকে। কিন্তু তারপরেই তাঁকে দেখা যাচ্ছে ন্যাড়া মাথায়। যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। 

তবে মাথা ন্যাড়া করার কারণও অবশ্য জানিয়েছেন দীপ্তি ধ্যানি। কারণ হিসেবে দীপ্তি জানিয়েছেন, করোনায় আক্রান্ত হওয়ার জেরে সুরজ থাপারের শারীরিক অবস্থা খুবই গুরুতর হয়ে পড়ে। সুরজের ফুসফুস ৭০ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছিল। এমনকি তাঁকে আইসিইউ-তেও (ICU) ভর্তি করাতে হয়। 

সেই সময় সুরজ থাপারের সুস্থতা কামনা করে মানত করেছিলেন তাঁর স্ত্রী দীপ্তি ধ্যানি। এরপর সুরজ সুস্থ হলে তিরুপতি বালাজির কাছে মাথা ন্যাড়া করেন দীপ্তি। সুরজ ও দীপ্তি উভয়েই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। 

এদিকে এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল (Viral) হয়ে যায়। তাতে প্রচুর কমেন্টও দিয়েছেন নেটিজেনরা। সুরজের প্রতি দীপ্তির ভালবাসার প্রশংসাও করেছেন নেটাগরিকরা। 

আরও পড়ুন'আর একটা সৌরভ পাব কিনা সন্দেহ আছে', বাংলার ক্রীড়ার মান নিয়ে প্রশ্ন দিলীপের

 

POST A COMMENT
Advertisement