scorecardresearch
 

Viral Video : বিবাহবাসরে নব দম্পতির পুশ-আপস, কেন জানেন?

গুরগাঁওয়ের মেক-আপ আর্টিস্ট পারুল গর্গ সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একে বারে বিয়ের পোশাকেই পুশ-আপস দিচ্ছেন নব দম্পতি। বরের পরনে শেরওয়ানি এবং কনে পরেছেন লেহেঙ্গা। সঙ্গে রয়েছে গয়নাও। আর সেই সব নিয়েই স্বচ্ছন্দে পুশ-আপস দিতে দেখা গেল তাঁদের।

Advertisement
নব দম্পতির পুশ-আপস নব দম্পতির পুশ-আপস
হাইলাইটস
  • বিয়ের আসরে ডন দিলেন নব দম্পতি
  • পেশার তাঁরা ফিটনেস কোচ
  • বর-কনের কান্ডে অবাক অতিথিরা

বিয়ের অনুষ্ঠানে নানান রকমের ঘটনা ঘটে। থাকে কত মজা, কত আনন্দ। আবার ছাদনাতলায় বউ বড় না বর বড়, চলে সেই প্রতিযোগিতাও। এছাড়া অনেকে নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখতেও অবাক করা কাজকর্মও করেন। ঠিক যেমন এক বিয়ের অনুষ্ঠানে পুশ-আপস অর্থাৎ ডন দিতে দেখা গেল বর-কনেকে। 

গুরগাঁওয়ের মেক-আপ আর্টিস্ট পারুল গর্গ সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একে বারে বিয়ের পোশাকেই পুশ-আপস দিচ্ছেন নব দম্পতি। বরের পরনে শেরওয়ানি এবং কনে পরেছেন লেহেঙ্গা। সঙ্গে রয়েছে গয়নাও। আর সেই সব নিয়েই স্বচ্ছন্দে পুশ-আপস দিতে দেখা গেল তাঁদের।

এবার আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারেন, হঠাৎ বিবাহবাসরে পুশ-আপস দিতে গেলেন কেন নব দম্পতি? এক্ষেত্রে কারণ হল, বর আদিত্য মহাজান ও কনে অক্ষিতা অরোরা মহাজন হলেন ফিটনেস কোচ। আর সেই কারণেই বিয়েতেও একবার নিজেদের ফিটনেস তুলে ধরলেন তাঁরা। নবদম্পতির এই কার্যকলাপে রীতিমতো অবাক হয়ে যান বিয়েতে উপস্থিত অতিথিরা। 

কনে অক্ষিতা অরোরা মহাজনও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভিডিওটি। আর বিয়ের সেই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এসেছে শুভেচ্ছা বার্তা সহ বিভিন্ন কমেন্টও। 

 

Advertisement

Advertisement