Durga Puja AI photo: পুজোয় লাল পাড় সাদা শাড়িতে DP দেওয়ার হিড়িক! কেসটা কী? কীভাবে বানাবেন?

পুজোর আগেই পুজোর ডিপি! লাল পাড় সাদা শাড়িতে দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে ডিপি পোস্ট করার হিড়িক পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কীভাবে তৈরি হচ্ছে এই AI ছবি? জেনে নিন স্টেপ বাই স্টেপ গাইড...

Advertisement
 পুজোয় লাল পাড় সাদা শাড়িতে DP দেওয়ার হিড়িক! কেসটা কী? কীভাবে বানাবেন?দুর্গাপুজোর এআই ছবি
হাইলাইটস
  • পুজোর আগেই লাল পাড় সাদা শাড়িতে ডিপি
  • AI ছবি বানাবেন কীভাবে?
  • জেনে নিন স্টেপ বাই স্টেপ গাইড

ছোট্ট টিপ, হাল্কা লিপস্টিক আর জামিনি। থুড়ি, Gemini. দুর্গাপুজোয় এবার এটাই ট্রেন্ড। পুজোর ক'টা দিন সেজেগুজে #sorted লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়াও এখন ক্লিশে। বোধন, এমনকী, দেবীপক্ষেরও আগে মা দুর্গার সামনে দাঁড়িয়ে সেই চিরচরিত ফেসবুক ডিপি তৈরি হয়ে যাচ্ছে সকলেরই। সৌজন্যে, Google Gemini. 

কেসটা কী?
মহিলাদের আবদার আবার সহজে ফেরাতে পারেন না Gemini মশাই। আর তাই, প্রম্পট পেয়েই একের পর এক মোহমহী বঙ্গ ললনাদের AI ছবি তৈরি করে দিচ্ছেন তিনি। ফলে পুজোর আগেই ফেসবুক জুড়ে তরুণীদের পুজোর ডিপির হিড়িক। 

Gemini-র এই কীর্তি দেখে সকলেরই প্রশ্ন, কেসটা কী? কী ভাবে তৈরি করা যাচ্ছে এই AI ছবি। যারা এখনও হাতেকলমে এই AI অবতার তৈরি করে উঠতে পারেনি, তাদের জন্য বিস্তারিত বর্ণনা নিয়ে হাজির bangla.aajtak.in.

কীভাবে তৈরি হবে এই ছবি?
দুর্গাপুজো মানেই বঙ্গতনয়াদের শাড়ির বাহার। লাল-পাড় সাদা হলে তো চোখ ফেরানোই দায়। বাঙালির সেই ঐতিহ্য এবং নস্টালজিয়ায় এবার পটু হয়ে উঠেছে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সও। আর তাতেই কুপোকাত জেন জি। Google Gemini Nano Banana বৈশিষ্ট্য ব্যবহার করে এই ছবি তৈরি করা যাবে। 

> Google Gemini অ্যাপ অথবা ওয়েবসাইটে যান। 
> নীচে দেওয়া প্লাস চিহ্নে ক্লিক করে আপনার সোলো ঝকঝকে ছবি আলোড করুন। 
> কলার চিহ্নের পাশে Create Image-এ ক্লিক করুন। 
> এরপর নির্দিষ্ট প্রম্পট দিন।
> কয়েক সেকেন্ডের মধ্যে আপনার দুর্গাপুজোর স্বপ্নের লুকের AI ফোটো তৈরি করে দেবে AI.

কী প্রম্পট দেবেন?
Prompt 1: Create a 4K HD realistic Durga Puja portrait, Woman wearing a red and white saree with traditional jewellery and festive make up. Background with diyas and a temple style backdrop in soft golden light. Add subtle film grain for a cinematic glow.
Prompt 2: Retro 90s style edit. Off white saree with a red border, little red prints, straighrt wavy hair, windy vibes. Background with Durga Maa idol in a pandal. Add contrast drama for a mysterious vintage feel.
Prompt 3: Traditional gold jewellery look. Red bindi, decorated plate of flowers in hand, saree drape perfect for Anjali. Background blurred Durga idol glowing diyas.
Prompt 4: Cinematic pujo look in red and gold saree, festive makeup, styled hair. Background with lights glowing warm. Add soft blur for realism. 

Advertisement

 

POST A COMMENT
Advertisement