ইনি 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি'! একা কতজনের খাবার খান জানেন?

৩৪ বছর বয়সী এডওয়ার্ডের প্রতিদিন ৭ হাজার ক্যালোরি প্রয়োজন হয়। আর তার জন্য 6 Meal A Day Diet Plan অনুসরণ করেন অ্যালেক্সান্দ্রা। অর্থাৎ সকালের জলখাবার, দুপুরের খাবার এবং রাতের খাবারে শুধুমাত্র নির্বাচিত জিনিসই থাকে। মূলত গুরুত্ব দেওয়া হয় কার্বোহাইড্রেট, প্রোটিন এবং সবজির ওপরে। এক্ষেত্রে নিজেই খাবার তৈরি করেন অ্যালেক্সান্দ্রা।

Advertisement
ইনি 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি'! একা কতজনের খাবার খান জানেন?Edward Stephen Hall (ছবি সূত্র-ইনস্টাগ্রাম)
হাইলাইটস
  • এডওয়ার্ডের খাবারের খেয়াল রাখেন অ্যালেক্সান্দ্রা
  • স্বামীর জন্য নিজে হাতে খাবার বানান স্ত্রী
  • বছরের শেষে ফের রিং-এ নামবেন এডওয়ার্ড

ব্রিটেনের বক্সার এডওয়ার্ড স্টিফেন হল (Edward Stephen Hall) 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি' হিসেবে পরিচিত। ২০১৭ সালে 'Worlds Strongest Man' প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন তিনি। এছাড়াও আরও বেশকিছু জাতীয় ও আন্তর্জাতিক খেতাব জিতেছেন এডওয়ার্ড। আর এডওয়ার্ডের এই সফলতার পিছনে, তাঁর স্ত্রী অ্যালেক্সান্দ্রা হলের (Alexandra Hall) বড় ভূমিকা রয়েছে। 

২০১২ সালে তাঁদের বিয়ের পর বক্সার স্বামীর ডায়েটের পুরোপুরি খেয়াল রাখে অ্যালেক্সান্দ্রা। 'Stoke On Trent Live'-এর রিপোর্ট অনুযায়ী, এডওয়ার্ড কী খাবেন, কতটা খাবেন, কখন খাবেন, এই সমস্ত বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে তাঁর স্ত্রীয়েরই। 

শরীর তৈরিতে সাহায্য করেছেন স্ত্রী
৩৪ বছর বয়সী এডওয়ার্ডের প্রতিদিন ৭ হাজার ক্যালোরি প্রয়োজন হয়। আর তার জন্য 6 Meal A Day Diet Plan অনুসরণ করেন অ্যালেক্সান্দ্রা। অর্থাৎ সকালের জলখাবার, দুপুরের খাবার এবং রাতের খাবারে শুধুমাত্র নির্বাচিত জিনিসই থাকে। মূলত গুরুত্ব দেওয়া হয় কার্বোহাইড্রেট, প্রোটিন এবং সবজির ওপরে। এক্ষেত্রে নিজেই খাবার তৈরি করেন অ্যালেক্সান্দ্রা।

Edward Stephen Hall And Alexandra Hall (ছবি সূত্র-ইনস্টাগ্রাম)
Edward Stephen Hall And Alexandra Hall (ছবি সূত্র-ইনস্টাগ্রাম)

দৈনিক একজন সাধারণ মানুষের প্রায় ৪ গুণ খাবার খান এডওয়ার্ড। আর সেই সমস্ত বিষয় পূরণ করেন অ্যালেক্সান্দ্রা, যাতে রিং-এ কোনওরকম সমস্যায় পড়তে না হয় এডওয়ার্ডকে। তাই স্বামীকে খাবার তৈরি করে খাওয়াতে তাঁর কোনও অসুবিধা হয় না। 

একটি সংবাদপত্রকে অ্যালেক্সান্দ্রা জানান, এডওয়ার্ড কী করতে চাইছেন তার ওপরে খাবার নির্ভর করে। বর্তমানে, এডওয়ার্ড ফ্যাট কমিয়ে মাসলস বানাতে চাইছেন। তাই প্রতিদিন তিনি ৭ হাজার ক্যালোরি নিচ্ছেন। 

ফের রিং-এ নামবেন এডওয়ার্ড
চলতি বছরের শেষেই ফের রিং-এ নামবেন এডওয়ার্ড। Thor Bjornsson-এর সঙ্গে মুষ্ঠিযুক্ত রয়েছে তাঁর। সেটিকে 'ইতিহাসের সবচেয়ে হেভিওয়েট মুষ্টিযুদ্ধ ম্যাচ' বলে ব্যাখ্যা করা হচ্ছে। 

কত সম্পত্তির মালিক এডওয়ার্ড
888 স্পোর্ট অনুযায়ী, এডওয়ার্ডের মোট সম্পত্তি প্রায় ৩৭ কোটি টাকা। একটি রিপোর্ট অনুসারে, প্রতিটি 'স্ট্রংম্যান প্রতিযোগিতা' থেকে ৮০ লক্ষ টাকা রোজগার করেন তিনি। তাছাড়া অতিরিক্ত পুরস্কারও পান। সোশ্যাল মিডিয়াতেও তাঁর প্রচুর ফ্যান ফলোয়ারও রয়েছেন। 

Advertisement

আরও পড়ুন - দুর্গাপুরে চাষ হচ্ছে বেগুনি রঙের কপি, অত্যন্ত উপকারী, কেন?

 

POST A COMMENT
Advertisement