Scam Alert: ৫০ হাজারের ফোন ১ হাজারে! Flipkart-এর 'ডুপ্লিকেট' সাইটে চলছে জালিয়াতি

ফ্লিপকার্টের GOAT সেল চলছে। আর সেটাকে কাজে লাগিয়েই লোক ঠকাতে নেমেছে প্রতারণা চক্র। নকল ওয়েবসাইট, ভুয়ো কাস্টমার কেয়ার অ্যাকাউন্ট আর ফিশিং লিঙ্কের মাধ্যমে চলছে প্রতারণা।

Advertisement
৫০ হাজারের ফোন ১ হাজারে! Flipkart-এর 'ডুপ্লিকেট' সাইটে চলছে জালিয়াতিফ্লিপকার্ট, আমাজনের ভুয়ো সাইট থেকে সাবধান!
হাইলাইটস
  • ভারতের বাজারে Flipkart নাম করে তৈরি হয়েছে অন্তত ১১টি ভুয়ো ওয়েবসাইট।
  • এই সমস্ত সাইট নিরাপত্তা সংস্থা VirusTotal-এর স্ক্যানে 'ম্যালিশিয়াস' হিসেবে চিহ্নিত হয়েছে।
  • ওয়েবসাইটগুলির লে-আউট দেখে চট করে বুঝতেই পারবেন না যে এগুলো নকল।

ফ্লিপকার্টের GOAT সেল চলছে। আর সেটাকে কাজে লাগিয়েই লোক ঠকাতে নেমেছে প্রতারণা চক্র। নকল ওয়েবসাইট, ভুয়ো কাস্টমার কেয়ার অ্যাকাউন্ট আর ফিশিং লিঙ্কের মাধ্যমে চলছে প্রতারণা।

কীভাবে ফাঁদে ফেলছে প্রতারকরা?
ভারতের বাজারে Flipkart নাম করে অন্তত ১১টি ভুয়ো ওয়েবসাইট তৈরি হয়েছে। এই সমস্ত সাইট নিরাপত্তা সংস্থা VirusTotal-এর স্ক্যানে 'ম্যালিশিয়াস' হিসেবে উল্লেখ করা হয়েছে।

ওয়েবসাইটগুলির লে-আউট দেখে চট করে বুঝতেই পারবেন না যে এগুলো নকল। নামেও মিল। যেমন, flipkart.garud.in আর flipkart.aditya.com।

এইসব সাইটে iPhone, OnePlus ফোনের দাম দেখানো হয়েছে মাত্র ₹১,০০০-র নিচে। MacBook Air বিক্রি হচ্ছে ₹৭,৯৯৯-এ। পুরুষদের জ্যাকেট ₹৫৫ আর মহিলাদের জ্যাকেটের দাম মাত্র ₹২৯। বলাই বাহুল্য, এগুলো সবই নকল ইন্টারফেস। মূল সাইটের ডিজাইন হুবহু নকল করে তৈরি। দাম দেখে প্রলোভনে পড়ে অনেকেই ক্লিক করছেন। ফলে ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কের ডেটা সহজেই চলে যাচ্ছে প্রতারকদের হাতে।

গত দু’সপ্তাহের মধ্যেই তৈরি হয়েছে এমন একাধিক নকল সাইট।

গত বছরও India Today-র এক রিপোর্টে Flipkart-এর নামেই ৩,০০০-এরও বেশি ভুয়ো ডোমেনের বিষয়টি উঠে আসে। ছিল flipkart[.]gift, flipkart[.]cricket, flipkart[.]desi, flipkart[.]delivery ইত্যাদি।
এইসব সাইটের মধ্যে অন্তত ২০টি সরাসরি নিয়ে যাচ্ছিল জুয়ার সাইটে।

ভুয়ো কাস্টমার কেয়ার
প্রতারকরা শুধু ওয়েবসাইটেই থেমে থাকেনি। X (টুইটার)-এ চলছে অন্য খেলা।

Flipkart Customer Support নাম করে অন্তত ৮টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গেছে। সবকটিই খুলেছে জুলাই ২০২৫-এ। Flipkart-এর লোগো ব্যবহার করে গ্রাহকদের বিভ্রান্ত করছে এই সব অ্যাকাউন্ট।

এক মহিলা নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, ভুয়ো কাস্টমার কেয়ার অ্যাকাউন্ট তাঁকে 'ফ্লিপকার্ট সাপোর্ট.apk' নামে একটি অ্যাপ পাঠায়। এই ফাইল ইনস্টল করলেই ফোনের সমস্ত ডেটা চলে যায় প্রতারকদের হাতে।

আগেও সতর্ক করেছিল ফ্লিপকার্ট

এটাই প্রথম নয়। গত বছরও ফ্লিপকার্ট অ্যালার্ট জারি করেছিল।

সেখানে বলা হয়েছিল,

  • ভুয়ো ওয়েবসাইট

  • স্ক্যাম মেসেজ

  • ফিশিং ইমেল

  • নকল কাস্টমার সার্ভিস কল

  • এমনকি ভুয়ো অনলাইন গেমের মাধ্যমেও গ্রাহকদের প্রতারণা করা হচ্ছে।

কিন্তু এবারও সেই পুরনো পদ্ধতিই কাজে লাগাচ্ছে অপরাধীরা।

কী করবেন?

বিশেষজ্ঞরা বলছেন,

  • অফার দেখে হঠাৎ কোনও সাইটে টাকা দেবেন না।

  • Flipkart-এর অফিশিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও লেনদেন করবেন না।

  • অচেনা লিঙ্কে ক্লিক করবেন না।

  • অজানা অ্যাপ ফোনে ইনস্টল করবেন না।

অনলাইনে জিনিস কেনাকাটার সময় অবশ্যই ভীষণ সাবধান থাকুন।

Advertisement

POST A COMMENT
Advertisement