Google Gemini Nano Banana AI: সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং Nano Banana ছবি, কীভাবে বানাবেন? সহজ পদ্ধতি

Google Gemini Nano Banana AI: AI-এর যুগে এখন প্রতিদিনই নতুন নতুন বিষয় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছে। কখনও ঘিবলি আর্ট তো কখনও AI অবতার। তবে গত তিন-চারদিন যাবৎ সোশ্যাল মিডিয়া দখল করেছে 3D ভার্সনের ছবিতে। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার জুড়ে এখন শুধুই দেখা যাচ্ছে মিনিয়েচার 3D ভার্সন। টলিউড থেকে বলিউড এই ট্রেন্ডে সকলেই গা ভাসিয়ে দিয়েছেন।

Advertisement
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং Nano Banana ছবি, কীভাবে বানাবেন? সহজ পদ্ধতিgoogle gemini nano banana
হাইলাইটস
  • AI-এর যুগে এখন প্রতিদিনই নতুন নতুন বিষয় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছে।

AI-এর যুগে এখন প্রতিদিনই নতুন নতুন বিষয় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছে। কখনও ঘিবলি আর্ট তো কখনও AI অবতার। তবে গত তিন-চারদিন যাবৎ সোশ্যাল মিডিয়া দখল করেছে 3D ভার্সনের ছবিতে। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার জুড়ে এখন শুধুই দেখা যাচ্ছে মিনিয়েচার 3D ভার্সন। টলিউড থেকে বলিউড এই ট্রেন্ডে সকলেই গা ভাসিয়ে দিয়েছেন। আপনার বন্ধুরা বা পরিচিতরা তাদের ছবির বা তাদের পোষা প্রাণীর 3D ভার্সন ছবি পোস্ট করছেন ইনস্টাগ্রামে। ট্রেন্ডিং ছবিগুলিতে দেখা যাচ্ছে একটি কম্পিউটার টেবিল। একপাশে বসানো ডেস্কটপ। সঙ্গে কী বোর্ড, মাউস। একপাশে হয়তো টেবিল ক্যালেন্ডার। মজাটা অন্যত্র। কারণ, টেবিলের একপাশে সযত্নে রাখা একটি শো পিস। কাচ বা ফাইবারের বেসের ওপর যে রকম মূর্তি অনেকের বাড়িতেই শোভা পায়। বিশেষত্ব বলতে, শো পিসের মূর্তিটি হয়তো আপনার। সঙ্গে হয়তো কোনও প্রিয়জন। এটা আসলে ন্যানো ব্যানানা এআই ইমেজ (Google Gemini AI 3D)। 

এটা আসলে কী (create 3D figurine free)
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো এই থ্রি ডি ইমেজ। একটা সময় যেমন ঘিবলি আর্ট বানানোর স্রোতে গা ভাসিয়েছিল আট থেকে আশি, সেরকমই এবার ট্রেন্ডিং 'ন্যানো ব্যানানা এআই ইমেজ'। দেব থেকে শুরু করে সৌরভ ও ডোনা, তাঁরাও এই সাম্প্রতিক ট্রেন্ডে গা ভাসিয়ে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। গুগল জেমিনির এই নতুন ফিচারটি নেট দুনিয়ায় এখন হট টপিক। এই ফিচারটি ব্যবহার করা খুবই সহজ এবং এর জন্য কোনো প্রফেশনাল দক্ষতার প্রয়োজন নেই।

কী করে তৈরি করবেন নিজের 3D ভার্সন ছবি (how to make a Nano Banana AI 3D figurine for free using Google Gemini Step-by-step guide)

আপনার যা দরকার তা হল একটি গুগল অ্যাকাউন্ট, যা আপনি গুগল AI Studio এর মাধ্যমে বিনামূল্যে পেতে পারেন। এর পরে, ছবিটি আপলোড করুন, এবং এআই কয়েক সেকেন্ডের মধ্যে এটিকে 3D রেন্ডারে পরিবর্তন করবে। আপনি কী ভাবছেন কীভাবে করবেন, তবে আসুন এখানে সহজ কিছু স্টেপ বাই স্টেপ এটি দেখে নেওয়া যাক।

Advertisement

১) সবার প্রথমে ব্রাউজারে গিয়ে Google AI Studio তে যেতে হবে (Nano Banana AI 3D figurine)।

২) এবার Try Gemini সিলেক্ট করুন। এবার আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন। 

৩) এখানে আপনার ডান দিকে Nano Banana (Gemini 2.5 Flash Image) অপশনটি বেছে নিন।

৪) এর পর “+” অপশনে ক্লিক করে আপনার যে কোনো ছবি আপলোড করতে হবে।

৫) এবার এখানে দেওয়া প্রম্পট কপি করে পেস্ট করে দিন: “Create a highly detailed 1/7 scale figurine of the characters from the provided picture, crafted in a realistic style, and displayed in a real-world environment. The figurine is posed dynamically on a round, transparent acrylic base with no text, placed on a sleek, modern computer desk made of wood with a glossy finish. The desk is organised, featuring a monitor, keyboard, and a few small accessories like a pen holder and a coffee mug. The computer screen prominently displays the ZBrush modeling process of the figurine, showcasing intricate sculpting details, wireframes, and texture maps in progress. Next to the monitor, a BANDAI-style toy packaging box stands upright, featuring vibrant, two-dimensional flat illustrations of the characters in dynamic poses, with the original artwork faithfully reproduced. The scene is well-lit with natural light streaming through a nearby window, casting soft shadows and emphasising the figurine’s realistic textures and fine details.”

৬) জেনারেট অপশনে ক্লিক করুন এবং আপনার 3D ফিগরিন ছবি আসার অপেক্ষা করতে হবে।

৭) এআই জেনারেটেড ছবি আসার পর, এবার আপনি ডাউনলোড করে নিতে পারেন। 


    

POST A COMMENT
Advertisement