চেকে একাধিক বানান ভুল, ছবি ভাইরাল হতেই সাসপেন্ড সরকারি স্কুলের শিক্ষক

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই চেকটি লিখছিলেন সিরমৌর জেলা সদর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে অবস্থিত একটি সরকারি সিনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্কন শিক্ষক । চেকে লেখা বাক্যের শব্দে অসংখ্য বানান ভুল ছিল। সোশ্যাল মিডিয়ায় চেকের ছবি ভাইরাল হতেই শিক্ষা বিভাগ নড়েচড়ে বসে।

Advertisement
চেকে একাধিক বানান ভুল, ছবি ভাইরাল হতেই সাসপেন্ড সরকারি স্কুলের শিক্ষকচেকে একাধিক বানান ভুল, ছবি ভাইরাল হতেই সাসপেন্ড সরকারি স্কুলের শিক্ষক
হাইলাইটস
  • আশ্চর্যজনকভাবে, অঙ্কন শিক্ষককে বানান ভুলের জন্য শিক্ষা বিভাগ যে আদেশ জারি করেছে তাতেও বানান ভুল রয়েছে
  • চেকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

চেকে বানান ভুল লেখার কারণে সাসপেন্ড হলেন সরকারি স্কুলের স্কুলের এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সিরমৌর জেলায়। ওই অঙ্কের শিক্ষকের ইস্যু করা চেকে অনেকগুলি বানান ভুল ছিল। ২৫ সেপ্টেম্বর ইস্যু করা ৭,৬১৬ টাকার চেকটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। চেকে টাকার অঙ্কের জায়গায় কথায় লেখা ছিল 'Saven Thursday Six Harendra Sixtey'। সেই চেকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সমালোচনায় বিদ্ধ হয়ে পদক্ষেপ নিয়েছে সরকার। ওই শিক্ষককে সাসপেন্ড করেছে শিক্ষা দফতর।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই চেকটি লিখছিলেন সিরমৌর জেলা সদর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে অবস্থিত একটি সরকারি সিনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্কন শিক্ষক। চেকে লেখা বাক্যের শব্দে অসংখ্য বানান ভুল ছিল। সোশ্যাল মিডিয়ায় চেকের ছবি ভাইরাল হতেই শিক্ষা বিভাগ নড়েচড়ে বসে। কারণ, তারাও সাধারণ মানুষের সমালোচনার মুখে পড়ে। অঙ্কন শিক্ষকের দেওয়া চেকে এতটাই ত্রুটি ছিল যে তা উপেক্ষা করা যায় না। তাই শিক্ষা দফতর ওই শিক্ষককে সাসপেন্ড করেছে। জেলা শিক্ষা আধিকারিক রাজীব ডোগরা জানিয়েছেন যে দফতরএই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে, অবিলম্বে শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। তাঁর কাছ থেকে জবাব তলব করে চিঠি পাঠানো হয়েছে।

শিক্ষা দফতরের আদেশেও অসংখ্য ভুল

আশ্চর্যজনকভাবে, অঙ্কন শিক্ষককে বানান ভুলের জন্য শিক্ষা বিভাগ যে আদেশ জারি করেছে তাতেও বানান ভুল রয়েছে। আদেশে অসংখ্য বানান ভুল রয়েছে (যেমন Sirmour, Educatition, Princpal-র মতো শব্দে)। এই বিষয়ে, শিক্ষা দফতরের ডিরেক্টর রাজীব ঠাকুর বলেছেন যে শিক্ষককে জারি করা সাসপেন্ডের আদেশে একটি ক্লারিক্যাল মিসটেক ছিল, যা সংশোধন করা যেতে পারে, তবে চেকের ভুলটি সংশোধনযোগ্য ছিল না। তিনি শব্দের বানান পরিবর্তন করেছেন।

POST A COMMENT
Advertisement