Hero Alom And Bhuban Badyakar Song Recording : 'বাদাম কাকু'র সঙ্গে গান হিরো আলমের, ভিউয়ার্স ছাড়াল কয়েকলাখ, দেখুন

ভিডিওতে স্টুডিওর মধ্যে হিরো আলম (Hero Alom) ও ভুবন বাদ্যকরকে একসঙ্গে গান রেকর্ড করতে দেখা যাচ্ছে। গানটি ইউটিউবে হিরো আলমের অফিসিয়াল চ্যানেল থেকে আপলোড করার পর থেকে এখনও পর্যন্ত সাড়ে ৩ লক্ষরও বেশি ভিউ হয়েছে। গানটির ভিডিওতে বিভিন্ন কমেন্টও করেছেন নেটিজেনরা। 

Advertisement
'বাদাম কাকু'র সঙ্গে গান হিরো আলমের, ভিউয়ার্স ছাড়াল কয়েকলাখ, দেখুনভুবন বাদ্যকর ও হিরো আলম (ছবি সূত্র-হিরো আলমের ইউটিউব চ্যানেল)
হাইলাইটস
  • ভুবন বাদ্যকরের সঙ্গে গান হিরো আলমের
  • ভিডিও ভাইরাল ইউটিউবে
  • বিবিধ কমেন্ট ভিউয়ারদের

রানু মণ্ডলের পর এবার ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) সঙ্গে গান রেকর্ড বাংলাদেশি তারকা হিরো আলমের। গানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral Video) হয়েছে ইউটিউবে (YouTube)। নতুন এই গানের নাম 'বাবু খাইছো'।

ভিডিওতে স্টুডিওর মধ্যে হিরো আলম (Hero Alom) ও ভুবন বাদ্যকরকে একসঙ্গে গান রেকর্ড করতে দেখা যাচ্ছে। গানটি ইউটিউবে হিরো আলমের অফিসিয়াল চ্যানেল থেকে আপলোড করার পর থেকে এখনও পর্যন্ত সাড়ে ৩ লক্ষরও বেশি ভিউ হয়েছে। গানটির ভিডিওতে বিভিন্ন কমেন্টও করেছেন নেটিজেনরা। 

প্রসঙ্গত, কয়েক মাস আগে 'কাঁচা বাদ' গান গেয়ে জনপ্রিয় হন ভুবন বাদ্যকর। পরে সেই গানের ভিডিওটিও ব্যাপক হিট হয়। অন্যদিকে বাংলাদেশে যথেষ্টই জনপ্রিয় হিরো আলমও। শুধু ভুবন বাদ্যকরই নয়, এর আগে আরও এক ভাইরাল সঙ্গীত শিল্পী রানু মণ্ডলের (Ranu Mondal) সঙ্গেও গান রেকর্ড করেছেন এই বাংলাদেশি তারকা।  

আরও পড়ুন'ভরসা রাখুন', জম্মু-কাশ্মীরের যুবদের বিশেষ বার্তা মোদীর

 

POST A COMMENT
Advertisement